মো: আরিফুল ইসলাম, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
”আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় র্যালী, ঋণ বিতরণ ও আলোচনা সভার আযোজন করে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়।
মঙ্গলবার বিকেল উপজেলা পরিষদের প্রাঙ্গন থেকে র্যালি বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইউম খসরু।
উপজেলা পল্লী উন্নয়ন সহকারি কর্মকর্তা সফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোছাম্মৎ রাশেদা আক্তার। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি স্বপন কুমার সাহা, রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অঅব্দুল লতিফ সরকার, শিক্ষক নেতা গাজীউল হক চৌধুরী, আবু কাইছার, আত্মকর্মী রতন কুমার সূত্রদর প্রমূখ।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক।
শেষে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান কমৃসূচির আওতায় হাঁস-মুরগী গবাদী পশু পালন ও গরু মোটাতাজাকরণে ১৮-৩৫ বছর বয়সী ২৪ জন যুব ও যুব মহিলার মধ্যে ৯ লাখ ৪০ হাজার টাকা প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক ঋণ বিতরণ করা হয়।