মুরাদনগর বার্তা ডেস্কঃ
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারকে জড়িয়ে ও মুরাদনগর থানা শ্রমিক লীগের কমিটি গঠন নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে অপ:প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগ।
শনিবার বিকেলে মুরাদনগর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কুমিল্লা উত্তর জেলা জেলা শ্রমীকলীগের আহবায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানান।
মজিবুর রহমান তার বক্তব্যে সাংবাদিকদের জানান, কেন্দ্রিয় শ্রমিকলীগ থেকে কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের দায়িত্ব পেয়েছি মাত্র তিন মাস হতে যাচ্ছে। এরমধ্যে হোমনা, মেঘনা উপজেলা ও বাঙ্গরা বাজার থানা কমিটি গঠন করা হয়েছে। জামায়াত নেতার ছেলেকে দিয়ে মুরাদনগর থানা শ্রমিকলীগ কমিটি গঠনের তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে প্রকাশ হচ্ছে, তা সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মুরাদনগর থানায় শ্রমিক লীগের কোন কমিটি গঠন করা হয়নি।
অপর দিকে উপজেলা শ্রমিক লীগের নামে সাইনবোর্ড লাগিয়ে অফিস নিয়ে বসে আছে তাদের কোন ভিত্তি নেই। আমি তাদেরকে ধিক্কার জানাই। তবে সদস্য সংগ্রহ চলছে, খুব শিঘ্রই মুরাদনগর থানা আহবায়ক কমিটি গঠন করা হবে এই কমিটির মেয়াদ হবে ৩ মাস। ইউনিয়ন কমিটিগুলো সম্পন্ন করেই সম্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি করবো।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাশুকুল ইসলাম মাশুক, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, আব্দুল হান্নান, মনু মিয়া, আবুল কালাম আজাদ, মুরাদনগর থানা শ্রমিকলীগ নেতা কাজী মোশাররফ হোসেন ও মাসুদুর রহমান প্রমুখ।