মো: আরিফুল ইসলাম, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
”সমাজ সেবায় উদ্ভাবন, এবার সেবায় ডিজিটাইজেশন” প্রতিপাধ্যকে সামনে রেখে কুমিল্লা মুরাদনগর উপজেলার জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা করে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধানপ্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: কবির আহমেদের সভাপত্বিতে ও উচ্চমান সহকারি ও হিসাব রক্ষকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, প্রানী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুর রহিম, সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, যুব উন্নয়ন কর্মকর্তা মো: মমিনুল হক, মুক্তি যুদ্ধকালিন কমান্ডার মো: গিয়াস উদ্দিন প্রমুখ।