এন এ মুরাদঃ
কুমিল্লার মুরাদনগরে নবাগত অফিসার ইনচার্জ একে এম মনজুরল আলম ও মুরাদনগর থানা পরিদর্শক মো: ইয়াসীন গাজী উপজেলার সকল সাংবাদিকদের সাথে বুধবার সকাল ১১ ঘটিকা হইতে একটানা দুই ঘন্টা মত বিনিময় সভা করেন।
এসময় কুমিল্লা যুগান্তর ব্যুরো ,আরটিভি কুমিল্লা উওর প্রতিনিধি ও মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি মো: আবুল খায়ের, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান, সাংবাদিক আব্দুল আওয়াল সরকার , মো: শরিফুল আলম চৌধুরী , বেলাল আহম্মদ , আবুল কালাম আযাদ, জালাল আহম্মদ, জাহাঙ্গীর আলম ইমরুল, আজিজুল হক রনি, তৌহিদুর রহমান, সৈয়দ রাজিব আহম্মদ, মোশারফ মনির, মো; জাকির হোসেন, মো : সুমন সরকার, এম কে আই জাভেদ ও এন এ মুরাদ প্রমুখ। সভার শুরুতে নবাগত ওসি তার পরিচয় ও ২২ বছর চাকুরী জীবনের সংক্ষিপ্ত বর্ননা দেন। পরে পালাক্রমে উপজেলার সকল সাংরবাদিকগণ তাদের পরিচয়ের পর্ব শেষ করেন।
মতবিনিময় কালে সাংবাদিকদের আলোচনা থেকে নবাগত ওসি জানতে পারেন মুরাদনগর উপজেলায় মাদক ও ইভটিজিং মহামারি আকারে ছড়িয়ে পড়ার কথা। তাই উপজেলার যুব সমাজকে মাদকের ভয়াভহ পরিণতি ও ইভটিজিং থেকে রক্ষা করতে তিনি দৃঢ়তার কথা বলেন এবং মাদক ও ইভটিজিংকে জিরো টলারেন্সে নামিয়ে আনতে সাংবাদিকদের সর্বাওোক সহযোগীতা প্রাপ্তির কাম্যতা ব্যাক্ত করেন।
এছাড়াও উপজেলার সার্বিক আইন শৃংখলা রক্ষায় তিনি তার দায়ত্বের সবটুকু উজার করে কাজ করবেন বলে জানান।