মো. হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর আনোয়ারুল উলুম হাফেজিয়া মাদরাসার উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী হেফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাহাড়পুর মাদরাসার সাইখুল হাদিস মাওলানা আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কওয়ামী ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আমিনুল ইসলাম।
মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন রসুলপুর দারুসসুন্নাহ মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা আবু হানিফ, নিমাইকান্দি মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষক হাফেজ মোশাররফ হোসাইন, রায়তলা ইউসুফবাদ দারুল উলুম মাদরাসার শিক্ষক হাফেজ তানজীল হোসাইন, দিদালপুর তমিজ উদ্দিন মাদরাসার মুহতামিম হাফেজ ওবায়দুল্লাহ, ঢাকা মালিবাগ ইকরা মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা হাবিবুল্লাহ, বুইঘর দাওয়াতুল কোরআন মাদরাসার শিক্ষক হাফেজ শরীফ আল-আমিন ও বুড়িচং সিগরামপুর মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ ইবরাহিম খলিল প্রমুখ। এ ছাড়াও এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন মাদরাসার শিক্ষকমন্ডলী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত হেফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতায় উপজেলার ২০টি মাদরাসা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।