বেলাল উদ্দি আহম্মদ, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামে ৫বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার সকালে এ ঘটনাটি ঘটলেও। শনিবার রাত ন’টার দিকে ওই শিশুর বাবা-মা মুরাদনগর থানায় অভিযোগ করলে, রাত ৩টার দিকে নিজ বাড়ি থেকে ধর্ষককে আটক করে পুলিশ।
এ ঘটনায় স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। পরে শিশুটির বাবা রতন দেবনাথ বাদি হয়ে একটি মামলা করেন।
অভিযুক্ত অনিল দেবনাথ একই গ্রামের পাশাপাশি বাড়ির দুই বিবাহিত পুত্র সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার যাত্রাপুর গ্রামের রতন দেবনাথের ৫ বছরের কন্যা শিশু গত শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় পাশের বাড়ির দাদার বয়সী অনিল দেবনাথ(৫০) ইশারায় ডেকে তার বশত: ঘরে নিয়ে গিয়ে তার গালে আদর করে, পরে তার হাফপ্যান্ট খুলে তাকে ধর্ষন করে। বর্তমানে শিশুটি মুরাদনগর থানা পুলিশ হেফাজতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল চেকআপের জন্য প্রেরন করেন।।
এ বিষয়ে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক ফজলুল কাদের চৌধুরী বলেন শিশুটির কথা শুনে ও প্রাথমিক তদন্তে ধর্ষনের আলামত পাওয়া গেছে। বাবা বাদি হয়ে মামলা করার পর, অভিযোগত অনিলকে আটক করা হয়েছে। রোববার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।