মো: শাহিন আলম, দেবীদ্বার প্রতিনিধি:
রোজ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
সুখী সমৃদ্ধ দেশ নির্মাণে নবীনদের এগিয়ে আসতে হবে। আজকের নবীনরাই আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল করবে, তোমাদের দিকে চেয়ে আছে গোটা বিশ্ব, তোমাদের মধ্য থেকে আগামী দিনের বিল গেটস, দার্শনিক, বৈজ্ঞানিক তৈরী হতে হবে। তোমরা মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিয়ে গড়ে তুলবে সোনার বাংলাদেশ।
শনিবার মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ) এসব কথা বলেন।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো: মনসুর উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার সাবেক চেয়ারম্যান মো: হারুন আল রশীদ, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান।
প্রফেসর সোলাইমান’ র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মো: সাদেকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক সহ সভাপতি বাবু অশ্বনী কুমার দত্ত, কুমিল্লা উ: জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ মাসুদ, উপজেলার ছাত্রলীগ সভাপতি রুহুল আমিন, ব্যবসায়ী নেতা মো: হাসান, বাংলাদেশ ক্বেরাত ফাউন্ডেশন মুরাদনগর উপজেলার সভাপতি মাও: হাফেজ ক্বারী ওয়ালিউল্লাহ বিন জাফরসহ অত্র কলেজের শিক্ষক/ শিক্ষিকা, ছাত্র/ ছাত্রী, অভিভাবক নেতৃবৃৃন্দ।
নবীনদের ফুল দিয়ে বরণ শেষে কলেজের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।