মাহবুব আলম আরিফ:
করোনা ভাইরাসের লক্ষণ-উপসর্গ থাকায় কুমিল্লার মুরাদনগর থেকে ২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম বলেন, গত বৃহস্পতিবারে জ্বর সর্দি-কাশি থাকায় ২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠিয়েছি। সেখানকার রিপোর্ট যদি পজেটিভ হয় তাহলে তাদের দু’জনের বাড়ী লকডাউন করে দেয়া হবে। বর্তমানে তারা হোম কোয়ারেন্টাইনে রয়েছে।