সৈয়দ রাজিব আহম্মেদঃ
রোজ সোমবার, ১৯ মে ২০১৫ ইং (মুরাদনগর বাতা ডটকম):
নন্দিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী নার্গিসের নামানুসারে ‘নজরুল-নার্গিস’ নামে মুরাদনগরের জন্য প্রস্তাবিত নতুন থানার নামকরনের দাবিতে সোমবার দুপুরে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনসুর উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি পাঠিয়েছে মুরাদনগর উপজেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান, নজরুল নার্গিস স্মৃতি রক্ষা ফাউন্ডেশন ও শেখ সজীব ওয়াজেদ জয় ফাউন্ডেশন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র সাধারন সম্পাদক সৈয়দ রাজিব আহাম্মদ, উপজেলা নজরুল নার্গিস স্মৃতি রক্ষা ফাউন্ডেশনের আহবায়ক মো: হুমায়ন কবির খান, নাঈম সরকার ও শেখ সজীব ওয়াজেদ জয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: গিয়াস উদ্দিন আল মাসুদ প্রমুখ।