বেলাল উদ্দিন অাহম্মদ, বিষশ প্রতিনিধিঃ
রোজ বৃহস্পতিবার, ২৭ আগ্সট ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের প্রানকেন্দ্রে অবস্থিত মুরাদনগর নরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন নাসরিন পারভিন বানু।
বৃহস্পতিবার দুপুরে নবনির্বাচিত অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিদের এক সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়। মুরাদনগর নূরুন্নাহার বালিকা বিদ্যালয়ে এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক গণপরিষদ সদস্য, ২০১১ সালে একুশের জাতীয় পদক প্রাপ্ত , বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আবুল হাসেম সাহেবের সভাপতিত্বে এ সভায় নবনির্বাচিত অভিভাবক প্রতিনিধি মো: আকতার হোসেন সরকার বিদ্যালয়ের সভাপতি হিসাবে দাতা সদস্য নাসরিন পারভিন বানু’র নাম প্রস্তাব করলে অপর অভিভাবক প্রতিনিধি মো: হারুন অর রশিদ সমর্থন করলে তা সর্ব সম্মতি ক্রমে গৃহিত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সৈয়দা হাসিনা আক্তার অভিভাবক প্রতিনিধি মো: নজরুল ইসলাম, মো: জাহ্ঙ্গাীর আলম, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি শাহনাজ আক্তার, শিক্ষক প্রতিনিধি প্রানজিত কুমার মজুমদার, মো: গোলাম মোস্তফা, শামীম আরা প্রমুখ।