বেলাল উদ্দিন আহাম্মদ, বিশেষ প্রতিনিধিঃ
বৃহস্পতিবার দুপুরে মুরাদনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের।
এ সময় তার সাথে ছিলেন বিদ্যালয়ের সভাপতি পার্থ সারথী দত্ত, উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা, সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ। তৃতীয় শ্রেণিতে মাল্টিমিডিয়ার ক্লাস চলাকালে তিনি শ্রেণি কক্ষে প্রবেশ করে শিক্ষকের পাঠদান প্রত্যক্ষ করেন ও নিজেও পাঠদান করেন।
পরে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষা বিষয়ে মতবিনিময় করেন।
পরিদর্শন কালে বিদ্যালয়ের চারপাশে ময়লা আবর্জনা ও দুর্গন্ধ নির্মূলের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেন।