এম কে আই জাবেদ :
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ১নং শ্রীকাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ঐতিহ্যবাহী সরকার বাড়ীর উদ্যোগে করোনা মহামারী পরিস্থিতিতে কর্মহীন ক্ষতিগ্রস্থ স্থানীয় ৬৫ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।
গতকাল দুপুরে মোহাম্মদপুর সরকার বাড়ীতে গ্রামের কর্মহীন ও হত দরিদ্র ৬৫ পরিবারের নিকট চাউল, ডাল, বুট, তেল, আলু বিতরণ করা হয়।
মোহাম্মদপুর সরকার বাড়ীর বিশিষ্ট ব্যক্তি মিসেস দিলশাদ বেগম (মিলান) ও ব্যারিষ্টার সরকার মোহাম্মদ রাসেদুল হাসান (মামুন) এর সাথে টেলিফোন কথা বলে জানায়ায, মোহাম্মদপুর সহ আশে পাশের কিছু গ্রামে রমজান মাস পযর্ন্ত তিন ধাপে এলাকার হত দরিদ্র মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রি বিতরণ করবেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ খালিলুর রহমানের উপস্থিতিতে উক্ত ত্রাণ বিতরণ কাযক্রম পরিচালনা করেন সরকার আলহাজ্ব আব্দুল খালেক, সরকার আব্দুল জলিল, সরকার আব্দুল খালিল, সরকার আব্দুল জাহাঙ্গীর, সরকার আব্দুল জসিম, এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলাম ও মানিক মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।