আজিজুর রহমানঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৩নং সদর ইউনিয়নের নির্বাচন স্থাগিত করেছেন উচ্চ আদালত।
বুধবার দুপুরে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহাম্মেদ এর দৈত বেঞ্চ স্থগিতাদেশ প্রধান করেন। এবং আগামী ১২ তারিখ এবিষয়ে পরবর্তী শুনানীর তারিখ ধার্য করেন।
হাইকোর্টের রিট পিটিশন নং-৬৭১৭/২০১৬, ০১-০৬-১৬ আদেশ সূত্রে জানা যায় , গত চারমাস আগে এই উপজেলায় পৌরসভা ঘোষনা হয়েছে। আর এই সদর ইউনিয়নের অনেকাংশ পৌরসভার সীমানায় আছে, এমতাবস্থায় এই ইউনিয়নে ইউপি নির্বাচন কতটা বৈদতা রয়েছে তা জানতে চেয়ে, সদর ইউপির চেয়ারম্যান মোস্তাক আহমেদ মাসুদ প্রধান নির্বাচন কমিশনারসহ ৬ জনকে আসামী করে হাইকোর্টে একটি রিট আবেদন করলে হাইকোর্টের ডেপুটি এ্যাটনিজেনারেল আল-আমিন মুরাদনগর সদর ইউপির নির্বাচন স্থগিত করেন। এবং এই বিষয়ে আগামী ১২ জুন পারবর্তী শুনানীর দিন ধার্য করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুলহক বলেন, হাইকোর্টের যে আদেশ দিয়েছে তার পরিপেক্ষিতে সদর ইউপির নির্বাচন স্থগিত থাকবে। তার আলোকে গণবিজ্ঞপ্তি হচ্ছে। আগামী ৪ জুন এই উপজেলার ২০ টি ইউনিয়নে ভোট গ্রহন হবে।