শামীম আহম্মেদ, মুরাদনগর:
করোনা ভাইরাসের কারনে চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের সেফটি’র জন্য ৫০টি ওটি গাউন ও ১০টি হ্যান্ডওয়াশ প্রদান করেছে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)।
মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি গাউন ও হ্যান্ডওয়াশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মুহাম্মদ নাজমুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ফারিয়ার প্রধান উপদেষ্টা খাইরুল আলম, উপজেলা কমিটির সভাপতি বশির আহমেদ, হর সহ-সভাপতি বশির আহাম্মদ ডালিম, শাহীন মিয়া, সাধারণ সম্পাদক ইবরাহিম খলিল, উপদেষ্টা আবুল কালাম আজাদ,
সদস্য ফিরোজ মিয়া, মিজানুর রহমান ও সুমন ঘোষ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মুহাম্মদ নাজমুল আলম এ দুর্যোগপূর্ণ সময়ে সহযোগিতার জন্য ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) কে ধন্যবাদ জানান।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বাহির হবেন না। দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন। সরকারের নির্দেশনা গুলো সঠিক ভাবে পালন করবেন। প্রয়োজনে ১৬২৬৩, ৩৩৩ বা ০১৭৩০৩২৪৮৪০ নাম্বারে ফোন করতে পারেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ নাজমুল আলম বলেন, সামান্য সর্দি জ্বর কাশি নিয়ে হাসপাতালে আসার প্রয়োজন নেই। হাঁচি কাশির শিষ্টাচার মেনে চলাসহ বেশী করে পানি পান করুন এবং বার বার সাবান দিয়ে হাত পরিস্কার করতে হবে।