ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

মেঘনায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধ:
কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের মৃত আবদুল মজিদ আখন্দের ছেলে প্রবাসী আবদুল মোমেন আখন্দ হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত সেশন জজ ৪র্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী মঙ্গলবার দুপুরে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- একই গ্রামের ইদুল্লাহ, সাইফুল্লাহ, শাহাদাত ও এন্তাজ মিয়া।
আদালত সূত্রে জানা যায়, পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৫ সালের ১১ জুলাই রাতে প্রবাসী আবদুল মোমেন আখন্দকে তার ঘরের ভেতর ঢুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় মোমেনের বড় ভাই আবদুল মালেক আখন্দ বাদী হয়ে মেঘনা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার তদন্ত শেষে ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত সেশন জজ ৪র্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী।
মামলার আসামিদের মধ্যে একই গ্রামের ইদুল্লাহ, সাইফুল্লাহ, শাহাদাত ও এন্তাজ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। অপর ১২ আসামির মধ্যে ৭ আসামিকে খালাস প্রদান করা হয় এবং মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় পাঁচ আসামি মৃত্যুবরণ করেন।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ ও সড়ক অবরোধ

মেঘনায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

আপডেট সময় ১১:২৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭
কুমিল্লা প্রতিনিধ:
কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের মৃত আবদুল মজিদ আখন্দের ছেলে প্রবাসী আবদুল মোমেন আখন্দ হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত সেশন জজ ৪র্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী মঙ্গলবার দুপুরে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- একই গ্রামের ইদুল্লাহ, সাইফুল্লাহ, শাহাদাত ও এন্তাজ মিয়া।
আদালত সূত্রে জানা যায়, পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৫ সালের ১১ জুলাই রাতে প্রবাসী আবদুল মোমেন আখন্দকে তার ঘরের ভেতর ঢুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় মোমেনের বড় ভাই আবদুল মালেক আখন্দ বাদী হয়ে মেঘনা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার তদন্ত শেষে ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত সেশন জজ ৪র্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী।
মামলার আসামিদের মধ্যে একই গ্রামের ইদুল্লাহ, সাইফুল্লাহ, শাহাদাত ও এন্তাজ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। অপর ১২ আসামির মধ্যে ৭ আসামিকে খালাস প্রদান করা হয় এবং মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় পাঁচ আসামি মৃত্যুবরণ করেন।