স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ
কুমিল্লার বরুড়ায় চার বছরের কন্যা শিশুকে বিষপান করানোর পর মা নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। উপজেলার আদ্রা ইউনিয়নের নরিদ্রপুর নোয়াদ্ধা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদ্রা ইউনিয়নের নরিদ্রপুর নোয়াদ্ধা গ্রামের বাসিন্দা মো. মাসুসের স্ত্রী নাসরিন আক্তার গতকাল শনিবার রাত আনুমানিক ৮টার দিকে নিজের চার বছরের মেয়ে বৃষ্টিকে বিষপান করিয়ে সে নিজেও বিষপান করে। এতে মা-মেয়ে দু’জনেই অসুস্থ হয়ে পড়ে।
এ সময় পাশের ঘরে থাকা শ্বশুর-শ্বাশুড়ির সন্দেহ হলে তারা সে ঘরে ছুটে যান। পরে দু’জনকে দ্রুত কুমেক হাসপাতালে নিয়ে গেলে শিশু বৃষ্টিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে নাসরিন আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ বলেন, আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।