মো: মাসুম মুন্সী, স্টাফ রিপোর্টার:
০২ জানুয়ারী (মুরাদনগর বার্তা ডটকম):
মুরাদনগর উপজেলার যাত্রাপুর থেকে অপহৃত স্কুল ছাত্রী শারমিন আক্তার(১৩) কে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর এলাকার ভারত সিমান্ত থেকে পাচারকালে উদ্ধারসহ এক জনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মুরাদনগর থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর গ্রামের বাংলাদেশ ভারত সিমান্ত দিয়ে পাচারের প্রস্তুতিকালে মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের অপহৃত স্কুল ছাত্রী শারমিন আক্তার(১৩)কে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় আন্তর্জাতিক নারী শিশু পাচারকারী চক্রের সদস্য উজ্জল চন্দ্র দাসকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করলেও চক্রের বাকি সদস্যরা পালিয়ে যায়।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর উপজেলার যাত্রাপুর গ্রামের মোরশেদ মোল্লার মেয়ে শারমিন স্কুলে যাওয়ার পথে একদল সন্ত্রাসী তাকে অপহৃরণ করে। ঘটনা পর দিন অপহৃতের ভাই মঞ্জু মোল্লা বাদী হয়ে মুরাদনগর থানায় অপহৃরণ মামলা দায়ের করেছিল।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিপুল চন্দ্র বট্ট জানান, ছেলে ও মেয়ে দুজনকে শুক্রবার সকালে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।