মো: মোশাররফ হোসেন মনিরঃ
কুমিল্লা জেলায় যে কোন প্রকার নিয়োগ কোন প্রকার তদবির ও অর্থ লেনদেন ছাড়া শত ভাগ মেধা বিত্তিতে নিয়োগ দেওয়া হবে এমনই কথা বলেন কুমিল্লার জেলা প্রশাসাক জাহাংগির আলম।
তিনি আরো বলেন, আগামী দিন গুলোতে স্কুল ও কলেজের যে কোন পরিক্ষায় যদি কেহ অন্ন্য কোন চিন্তা (নকল) করে থাকেন তাহলে তার স্থান হবে সরাসরি কারাগারে। আমি জেলা প্রশাসক একদিন বা দুই দিন থাকিনা কেন।
মঙ্গলবার বিকেল মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সরকারের উন্নয়নের রোড মডেল বাস্তাবায়ন বিষয়ে মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার কর্মকর্তা, মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন কুমিল্লা জেলা প্রশাসক।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাংগিরর আলম।
সহকারি কমিশনার (ভূমি) মোছাম্মৎ রাশেদা আক্তারের উপস্থাপনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি স্বপন কুমার সাহা, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক পার্থ সারথী দত্ত, মুক্তিযোদ্ধাকালিন কমান্ডার গিয়াস উদ্দিন, কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র সৌম, ইউপি সদস্য মোঃ শরীফুল ইসলাম, কাজী নোমান কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম, শুশুন্ডা মাদ্রাসার সুপার গিয়াস উদ্দিন প্রমুখ।