ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

যৌনকর্মীদের খুঁটিনাটি শিখছেন স্বরা!

বিনোদন ডেস্কঃ
এর আগে গৃহকর্মী হয়েছিলেন, এবার যৌনকর্মী হবেন স্বরা ভাস্কর!
‘নীল বাটে সন্ন্যাটা’ ছবিতে তার অভিনয় দর্শকদের তো মুগ্ধ করেইছিল, সমালোচকরাও তারিফ করেছিলেন। সেখানে তার চরিত্র ছিল এক কাজের মেয়ের। বলিপাড়ার গ্ল্যামার ঝেড়ে ফেলে এ কমেডিতে একেবারে নিখাদ কাজের মেয়েই হয়ে উঠেছিলেন স্বরা। আর তাই তার কাছে দর্শক ও বলিপাড়ার প্রত্যাশা অনেক। সে চাহিদা পূরণ করতেই এবার যৌন পেশার খুঁটিনাটিও রপ্ত করতে হচ্ছে অভিনেত্রীকে। মানে পরের ছবিতে যৌনকর্মীর ভূমিকায় দেখা যাবে তাকে।
আদিত্য কৃপালিনীর উপন্যাস ‘টিকলি অ্যান্ড লক্ষী বোম্ব’ অবলম্বনে তৈরি হচ্ছে এ ছবি। পরিচালক নিজেই এর চিত্ররূপ দেবেন। এক কো-অপারেটিভ সংস্থা গড়ে তুলতে দুই যৌনকর্মীর লড়াইয়ের কাহিনী উঠে এসেছে এ উপন্যাসে। এখানে টিকলির চরিত্রে দেখা যাবে স্বরাকে।
চরিত্রটিতে অভিনয়ের জন্য প্রথমেই তাকে উপন্যাসটি পড়তে দেন আদিত্য। আর পড়া শেষ হওয়া মাত্র কোনও দ্বিধা না করেই এ চরিত্রে অভিনয় করতে রাজি হয়ে যান স্বরা। হ্যাঁ, এ কারণে তাকে যৌনপল্লির খুঁটিনাটি শিখতে হবে, আয়ত্ত করতে হবে যৌনকর্মীর আদব-কায়দাও। এবং সে পথেই হাঁটছেন তিনি।
ছবিটি তৈরি হবে ক্রাউড ফাউন্ডিংয়ের মাধ্যমে। অর্থাৎ কোনও একজন প্রযোজক থাকবেন না। উৎসাহীদের অর্থেই তৈরি হবে ছবিটি। আগামী জানুয়ারি থেকেই ছবির কাজ শুরু হওয়ার কথা। আর তখনই যৌনকর্মী হয়ে উঠতে দেখা যাবে বলিপাড়ার এই সাহসী সুন্দরীকে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময়

যৌনকর্মীদের খুঁটিনাটি শিখছেন স্বরা!

আপডেট সময় ০৮:০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০১৬
বিনোদন ডেস্কঃ
এর আগে গৃহকর্মী হয়েছিলেন, এবার যৌনকর্মী হবেন স্বরা ভাস্কর!
‘নীল বাটে সন্ন্যাটা’ ছবিতে তার অভিনয় দর্শকদের তো মুগ্ধ করেইছিল, সমালোচকরাও তারিফ করেছিলেন। সেখানে তার চরিত্র ছিল এক কাজের মেয়ের। বলিপাড়ার গ্ল্যামার ঝেড়ে ফেলে এ কমেডিতে একেবারে নিখাদ কাজের মেয়েই হয়ে উঠেছিলেন স্বরা। আর তাই তার কাছে দর্শক ও বলিপাড়ার প্রত্যাশা অনেক। সে চাহিদা পূরণ করতেই এবার যৌন পেশার খুঁটিনাটিও রপ্ত করতে হচ্ছে অভিনেত্রীকে। মানে পরের ছবিতে যৌনকর্মীর ভূমিকায় দেখা যাবে তাকে।
আদিত্য কৃপালিনীর উপন্যাস ‘টিকলি অ্যান্ড লক্ষী বোম্ব’ অবলম্বনে তৈরি হচ্ছে এ ছবি। পরিচালক নিজেই এর চিত্ররূপ দেবেন। এক কো-অপারেটিভ সংস্থা গড়ে তুলতে দুই যৌনকর্মীর লড়াইয়ের কাহিনী উঠে এসেছে এ উপন্যাসে। এখানে টিকলির চরিত্রে দেখা যাবে স্বরাকে।
চরিত্রটিতে অভিনয়ের জন্য প্রথমেই তাকে উপন্যাসটি পড়তে দেন আদিত্য। আর পড়া শেষ হওয়া মাত্র কোনও দ্বিধা না করেই এ চরিত্রে অভিনয় করতে রাজি হয়ে যান স্বরা। হ্যাঁ, এ কারণে তাকে যৌনপল্লির খুঁটিনাটি শিখতে হবে, আয়ত্ত করতে হবে যৌনকর্মীর আদব-কায়দাও। এবং সে পথেই হাঁটছেন তিনি।
ছবিটি তৈরি হবে ক্রাউড ফাউন্ডিংয়ের মাধ্যমে। অর্থাৎ কোনও একজন প্রযোজক থাকবেন না। উৎসাহীদের অর্থেই তৈরি হবে ছবিটি। আগামী জানুয়ারি থেকেই ছবির কাজ শুরু হওয়ার কথা। আর তখনই যৌনকর্মী হয়ে উঠতে দেখা যাবে বলিপাড়ার এই সাহসী সুন্দরীকে।