ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রংপুর সিটি নির্বাচন ২১ ডিসেম্বর

জাতীয় ডেস্কঃ
রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর। নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ৫ নভেম্বর।
মঙ্গলবার কমিশনের ১২তম সভায় জানানো হয়, নির্বাচনের সময় গোয়েন্দা সংস্থার তথ্য যাচাই করে গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামারা স্থাপন করা হবে। ২০১২ সালে পর থেকে এক কোটি ১৮ লাখ ভোটারকে নিবন্ধিত এনঅাইডি কার্ড দেওয়া হবে বলে সভায় জানানো হয়।
এছাড়া নির্বাচনের মামলা শেষ করতে দ্রুত বিশেষ নির্বাচন ট্রাইবুন্যাল গঠন করার সুপারিশ করা হয়।
২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে ভোট হয়। ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি প্রথম সভা অনুষ্ঠিত হয়। প্রথম সভার পরবর্তী পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে আগামী ১৯ আগস্ট থেকে ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারির মধ্যে রংপুর সিটিতে নির্বাচন করতে হবে।
এ সিটি করপোরেশনে বর্তমানে ভোটার রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। সম্ভাব্য ভোটকেন্দ্র ১৯৬টি, ভোটকক্ষ ১ হাজার ১৭৭টি।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ ও সড়ক অবরোধ

রংপুর সিটি নির্বাচন ২১ ডিসেম্বর

আপডেট সময় ০২:২৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭
জাতীয় ডেস্কঃ
রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর। নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ৫ নভেম্বর।
মঙ্গলবার কমিশনের ১২তম সভায় জানানো হয়, নির্বাচনের সময় গোয়েন্দা সংস্থার তথ্য যাচাই করে গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামারা স্থাপন করা হবে। ২০১২ সালে পর থেকে এক কোটি ১৮ লাখ ভোটারকে নিবন্ধিত এনঅাইডি কার্ড দেওয়া হবে বলে সভায় জানানো হয়।
এছাড়া নির্বাচনের মামলা শেষ করতে দ্রুত বিশেষ নির্বাচন ট্রাইবুন্যাল গঠন করার সুপারিশ করা হয়।
২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে ভোট হয়। ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি প্রথম সভা অনুষ্ঠিত হয়। প্রথম সভার পরবর্তী পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে আগামী ১৯ আগস্ট থেকে ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারির মধ্যে রংপুর সিটিতে নির্বাচন করতে হবে।
এ সিটি করপোরেশনে বর্তমানে ভোটার রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। সম্ভাব্য ভোটকেন্দ্র ১৯৬টি, ভোটকক্ষ ১ হাজার ১৭৭টি।