ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রক্ষমতা দখলকারীরাই আমিনুরকে গুম করেছে: খালেদা

জাতীয় ডেস্ক:
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-রাষ্ট্রক্ষমতা জবর-দখলকারীরাই কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গুম করেছে। দলীয় কার্যালয় থেকে বেরিয়ে তার আর বাড়ি ফেরা হলো না। ওত পেতে থাকা গুপ্তবাহিনী তাকে কোথায় উঠিয়ে নিয়ে গেছে তা কেউ জানে না। বুধবার এক বিবৃতিতে একথা বলেন খালেদা জিয়া।
বিবৃতিতে বলা হয়, ২৭ আগস্ট রাতে নয়াপল্টন থেকে সাভারের দিকে আমিনবাজারের নিজ বাসভবনে যাওয়ার পথে বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘ক্ষমতাসীন হওয়ার পর থেকেই দেশকে গুম, খুন, অপহরণ, গুপ্তহত্যার লীলাভূমিতে পরিণত করেছে বর্তমান গণবিরোধী সরকার। অন্ধ, বন্ধ্যা দুঃশাসনের অচলায়তনে দেশকে বন্দী করে রেখেছে তারা। এরা বছরের পর বছর ধরে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে বিচারবহির্ভূত হত্যার শিকারে পরিণত করে গুমের হিড়িক বজায় রেখেছে। অবৈধভাবে ক্ষমতায় থাকার উচ্চাভিলাষ চরিতার্থ করতেই এরা দেশকে বিরোধী দলশূন্য করার মহাযজ্ঞে মেতে উঠেছে।’
তিনি বলেন, ‘গত সাতদিনে বিএনপি নেতা সৈয়দ সাদাত হোসেনসহ, ব্যাংকার, ব্যবসায়ী এবং সবশেষে বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব গুম হওয়ার ঘটনা বাংলাদেশের নাগরিকদের উদ্বিগ্ন করে তুলেছে। এসবগুমের ঘটনায় সারা জাতি এখন দুশ্চিন্তাগ্রস্ত।’
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ ও সড়ক অবরোধ

রাষ্ট্রক্ষমতা দখলকারীরাই আমিনুরকে গুম করেছে: খালেদা

আপডেট সময় ১০:৪৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭
জাতীয় ডেস্ক:
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-রাষ্ট্রক্ষমতা জবর-দখলকারীরাই কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গুম করেছে। দলীয় কার্যালয় থেকে বেরিয়ে তার আর বাড়ি ফেরা হলো না। ওত পেতে থাকা গুপ্তবাহিনী তাকে কোথায় উঠিয়ে নিয়ে গেছে তা কেউ জানে না। বুধবার এক বিবৃতিতে একথা বলেন খালেদা জিয়া।
বিবৃতিতে বলা হয়, ২৭ আগস্ট রাতে নয়াপল্টন থেকে সাভারের দিকে আমিনবাজারের নিজ বাসভবনে যাওয়ার পথে বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘ক্ষমতাসীন হওয়ার পর থেকেই দেশকে গুম, খুন, অপহরণ, গুপ্তহত্যার লীলাভূমিতে পরিণত করেছে বর্তমান গণবিরোধী সরকার। অন্ধ, বন্ধ্যা দুঃশাসনের অচলায়তনে দেশকে বন্দী করে রেখেছে তারা। এরা বছরের পর বছর ধরে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে বিচারবহির্ভূত হত্যার শিকারে পরিণত করে গুমের হিড়িক বজায় রেখেছে। অবৈধভাবে ক্ষমতায় থাকার উচ্চাভিলাষ চরিতার্থ করতেই এরা দেশকে বিরোধী দলশূন্য করার মহাযজ্ঞে মেতে উঠেছে।’
তিনি বলেন, ‘গত সাতদিনে বিএনপি নেতা সৈয়দ সাদাত হোসেনসহ, ব্যাংকার, ব্যবসায়ী এবং সবশেষে বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব গুম হওয়ার ঘটনা বাংলাদেশের নাগরিকদের উদ্বিগ্ন করে তুলেছে। এসবগুমের ঘটনায় সারা জাতি এখন দুশ্চিন্তাগ্রস্ত।’