ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

‘লন্ডন মার্কা সহায়ক সরকারের রূপরেখা মানুষ মানবে না’

জাতীয় ডেস্কঃ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে সংবিধানের বাইরে কোন কিছুই গ্রহণযোগ্য হবে না।খালেদা জিয়া লন্ডন গিয়ে টেমস নদীর তীরে বসে সহায়ক সরকারের রূপরেখা করছে। মেইড ইন লন্ডন মার্কা রূপরেখা এ দেশের মানুষ মেনে নেবে না।
ঈদের পর আন্দোলন শুরু প্রসঙ্গে তিনি বলেন, ‘এ পর্যন্ত ১৮টি ঈদ পার হলেও বিএনপি ১৮ মিনিট মাঠে নামতে পারেনি। তাদের সে শক্তি সামর্থ্য নেই। তিতাস নদীতে ঢেউ উঠলেও বিএনপির মরাগাঙে জোয়ার আসবে না।’
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের একথা বলেন। এসময় দলীয় সদস্য সংগ্রহ সম্পর্কে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয় এমন কাউকে আপনারা সদস্য বানাবেন না।’
জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হব শামীম, সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, মহিলা সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন, তাজ মো. ইয়াছিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মঈন উদ্দিন মঈন প্রমুখ।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ ও সড়ক অবরোধ

‘লন্ডন মার্কা সহায়ক সরকারের রূপরেখা মানুষ মানবে না’

আপডেট সময় ০১:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
জাতীয় ডেস্কঃ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে সংবিধানের বাইরে কোন কিছুই গ্রহণযোগ্য হবে না।খালেদা জিয়া লন্ডন গিয়ে টেমস নদীর তীরে বসে সহায়ক সরকারের রূপরেখা করছে। মেইড ইন লন্ডন মার্কা রূপরেখা এ দেশের মানুষ মেনে নেবে না।
ঈদের পর আন্দোলন শুরু প্রসঙ্গে তিনি বলেন, ‘এ পর্যন্ত ১৮টি ঈদ পার হলেও বিএনপি ১৮ মিনিট মাঠে নামতে পারেনি। তাদের সে শক্তি সামর্থ্য নেই। তিতাস নদীতে ঢেউ উঠলেও বিএনপির মরাগাঙে জোয়ার আসবে না।’
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের একথা বলেন। এসময় দলীয় সদস্য সংগ্রহ সম্পর্কে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয় এমন কাউকে আপনারা সদস্য বানাবেন না।’
জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হব শামীম, সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, মহিলা সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন, তাজ মো. ইয়াছিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মঈন উদ্দিন মঈন প্রমুখ।