আন্তর্জাতিক ডেস্ক:
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিমান হামলায় পাঁচ বাংলাদেশিসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছেন।
ত্রিপোলিভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, সোমবার ওয়াদি এল রাবি এলাকার একটি বিস্কুট কারখানায় এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি ও দুইজন লিবীয় রয়েছেন। এছাড়াও নাইজার ও বাংলাদেশের অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।