ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

শাকিব খানকে নিয়ে দিপনের রহস্যজাল

জাতীয় ডেস্কঃ
অবশেষে গুঞ্জনটিই সত্য হতে চলেছে! একটি চলচ্চিত্র সফল হলে পরিচালকের ব্র্যান্ডভ্যালু বাড়ে এটিই স্বাভাবিক। ঢাকা অ্যাটাক রিলিজের পর দীপংকর দীপন তার নতুন চলচ্চিত্রের ক্ষেত্রে সেটিই দৃশ্যমান। যদিও ‘ঢাকা অ্যাটাক’এর প্রযোজক পরিবারের কাছ থেকে নানান কারণেই বিচ্ছিন্ন এই নির্মাতা।  সেই রহস্য খোলাশা হয়নি। তবে সাফল্যের ধারাবাহিকতায় পরিচালক-প্রযোজক পরবর্তী ছবিতেও জুটি বেঁধে থাকতে দেখা যায় অতীত ইতিহাসে।
যাই হোক, নতুন ছবির ঘোষণা অনুযায়ী এবারে নির্মাতা বোধকরি তার ঢাকা অ্যাটাকের নায়ককেও বাদ দিচ্ছেন। অর্থাৎ আরেফিন শুভ। যদিও এরই ভেতরে দীপংকর দিপনের পরবর্তী ছবির জন্য আরেফিন শুভই চূড়ান্ত এমনটাই শোনা গিয়েছিল। কিন্তু সাফল্যের সূচকে আরেফিন শুভ’র ক্যারিয়ার এখনও নির্ভরযোগ্য অবস্থানে পৌঁছেনি। এখন ছবির জন্য রিস্ক ফ্যাক্টর আরেফিন শুভ। তার প্রমাণ চিত্রনায়ক আলমগীরের পরিচালনায় বড় ক্যানভাসের চলচ্চিত্র ‘একটি সিনেমার গল্প’ ছবির ব্যবসায়িক ফলাফল আশানুরুপ না হওয়া। এরপর থেকেই নানান কানাঘুষো চলছে যে দীপন তার নতুন চলচ্চিত্রের ক্ষেত্রে শাকিব খানকেই নাকি ভাবছেন।
কারণ ছবির লগ্নি উঠে আসা থেকে নির্মাতা হিসেবে কমার্শিয়াল বাজারে মজবুত অবস্থানে আসতে হলে শাকিব খানকেই দরকার। এই হিসেব এখন অনেকেই বোঝেন। আর চলতি সময়ে শাকিববিহীন কয়েকটি ছবি ধারাবাহিকভাবে ফ্লপ হওয়ায় নির্মাতার মনের ভেতরেও সেই ভয়টা কাজ করছে। এমনিতেই প্রথম ছবি সফল হবার পর দ্বিতীয় ছবি ফ্লপ হবার ঘটনা নিয়মিত। ইতিহাস তাই বলে। সর্বশেষ উদাহরণ গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’। এখন সব যোগ বিয়োগ আর সমীকরণ শেষে দীপণ কি তবে শাকিবেই থিতু হলেন? প্রশ্ন করতেই মুখে কুলুপ এঁটে বসে আছেন তিনি। ফেসবুকে একখানা সেলফি পোস্ট দিয়েই রহস্যজাল বিছানোর মজা নিচ্ছেন।
জবাবে শাকিব প্রসঙ্গে দীপন শুধু বললেন, এখনও কিছুই চূড়ান্ত না। তবে তার সঙ্গে অনেক আড্ডা হয়। খুব ভালো লাগে! আহা আড্ডা। আহা! হঠাৎ এই ভালো লাগার মিশন সফল হোক দীপনের।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ ও সড়ক অবরোধ

শাকিব খানকে নিয়ে দিপনের রহস্যজাল

আপডেট সময় ০১:৪৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮
জাতীয় ডেস্কঃ
অবশেষে গুঞ্জনটিই সত্য হতে চলেছে! একটি চলচ্চিত্র সফল হলে পরিচালকের ব্র্যান্ডভ্যালু বাড়ে এটিই স্বাভাবিক। ঢাকা অ্যাটাক রিলিজের পর দীপংকর দীপন তার নতুন চলচ্চিত্রের ক্ষেত্রে সেটিই দৃশ্যমান। যদিও ‘ঢাকা অ্যাটাক’এর প্রযোজক পরিবারের কাছ থেকে নানান কারণেই বিচ্ছিন্ন এই নির্মাতা।  সেই রহস্য খোলাশা হয়নি। তবে সাফল্যের ধারাবাহিকতায় পরিচালক-প্রযোজক পরবর্তী ছবিতেও জুটি বেঁধে থাকতে দেখা যায় অতীত ইতিহাসে।
যাই হোক, নতুন ছবির ঘোষণা অনুযায়ী এবারে নির্মাতা বোধকরি তার ঢাকা অ্যাটাকের নায়ককেও বাদ দিচ্ছেন। অর্থাৎ আরেফিন শুভ। যদিও এরই ভেতরে দীপংকর দিপনের পরবর্তী ছবির জন্য আরেফিন শুভই চূড়ান্ত এমনটাই শোনা গিয়েছিল। কিন্তু সাফল্যের সূচকে আরেফিন শুভ’র ক্যারিয়ার এখনও নির্ভরযোগ্য অবস্থানে পৌঁছেনি। এখন ছবির জন্য রিস্ক ফ্যাক্টর আরেফিন শুভ। তার প্রমাণ চিত্রনায়ক আলমগীরের পরিচালনায় বড় ক্যানভাসের চলচ্চিত্র ‘একটি সিনেমার গল্প’ ছবির ব্যবসায়িক ফলাফল আশানুরুপ না হওয়া। এরপর থেকেই নানান কানাঘুষো চলছে যে দীপন তার নতুন চলচ্চিত্রের ক্ষেত্রে শাকিব খানকেই নাকি ভাবছেন।
কারণ ছবির লগ্নি উঠে আসা থেকে নির্মাতা হিসেবে কমার্শিয়াল বাজারে মজবুত অবস্থানে আসতে হলে শাকিব খানকেই দরকার। এই হিসেব এখন অনেকেই বোঝেন। আর চলতি সময়ে শাকিববিহীন কয়েকটি ছবি ধারাবাহিকভাবে ফ্লপ হওয়ায় নির্মাতার মনের ভেতরেও সেই ভয়টা কাজ করছে। এমনিতেই প্রথম ছবি সফল হবার পর দ্বিতীয় ছবি ফ্লপ হবার ঘটনা নিয়মিত। ইতিহাস তাই বলে। সর্বশেষ উদাহরণ গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’। এখন সব যোগ বিয়োগ আর সমীকরণ শেষে দীপণ কি তবে শাকিবেই থিতু হলেন? প্রশ্ন করতেই মুখে কুলুপ এঁটে বসে আছেন তিনি। ফেসবুকে একখানা সেলফি পোস্ট দিয়েই রহস্যজাল বিছানোর মজা নিচ্ছেন।
জবাবে শাকিব প্রসঙ্গে দীপন শুধু বললেন, এখনও কিছুই চূড়ান্ত না। তবে তার সঙ্গে অনেক আড্ডা হয়। খুব ভালো লাগে! আহা আড্ডা। আহা! হঠাৎ এই ভালো লাগার মিশন সফল হোক দীপনের।