মো: হাবীবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
উজানী দরবার শরীফের পীর ও জামেয়া ইসলামিয়া ইবরাহিমিয়ার মোহতামিম আলহাজ্ব মাওলানা মাহ্বুবে এলাহী বলেছেন, অনৈক্য, পারস্পরিক দ্বন্দ্ব ও অবিশ্বাসের কারণে বিশ্বব্যাপী মুসলমানরা নির্যাতিত-নিপীড়িত। বর্তমানে মায়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের উপর যে নির্যাতন চলছে তা, জাহেলিয়াত যুগের বর্বরতাকেও হার মানায়। তাই ইসলাম বিদ্বেষী অপশক্তির হাত থেকে বাঁচতে হলে বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে এ অন্যায়, অত্যাচার, অবিচার ও ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।
তিনি আরো বলেন, মহান আল্লাহ তায়ালার ঐশিগ্রন্থ কোরআন ও বিশ্ব মানবের মহাদূত হযরত মোহাম্মদ (সা:) এর সুন্নাহ মোতাবেক মুসলমানরা অনুসরণ করলে সর্বকালের সকল অপপ্রয়াসকে অতিক্রম করে আলোকিত সমাজ গড়তে পারবে। শুধু তাই নয়, ফিরে আসবে আবার সেই ইসলামের সোনালী ইতিহাস। যুব সমাজকে আমরা অভিভাবক হিসেবে আগলিয়ে রাখতে হবে। মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে আমাদের সন্তানদের ফিরিয়ে রাখতে আমরা আরো সচেতন হতে হবে।
মাওলানা মাহ্বুবে এলাহী সোমবার রাতে কুমিল্লার মুরাদনগর ডি. আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম হাফেজ আব্দুর রশিদ (রহ:) স্মরণে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইসলামী মহা-সম্মেলনে এ কথা বলেন।
সাইখুল হাদিস আলহাজ্ব মাওলানা সোলায়মানের সভাপতিত্বে হাফেজ রফিকুল্লাহ সা’দীর উপস্থাপনায় অনুষ্ঠিত ইসলামী মহা-সম্মেলনে আরো বক্তব্য রাখেন ঢাকার মারকাজুল ফিকরিল কোরআনের পরিচালক শাইখুদ তাফসীর আলহাজ্ব মাওলানা খোরশেদ আলম কাশেমী ও কুমিল্লা জামিয়া আরাবিয়্যা কাসেমুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতী আবুল হাসান।
শেষে বাংলাদেশ ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধিসহ রোহিঙ্গাদের মুক্তির কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এতে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন দামামা শিল্পিগোষ্ঠী। সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন হফেজ অহিদুর রহমান, হাফেজ খোরশেদ আলম, হাফেজ নজরুল মাহমুদ, হাফেজ আবুল বাশার, হাফেজ কাজী আবুল কালাম, হাফেজ শরিফুল ইসলাম, হাফেজ গিয়াস উদ্দিন, হাফেজ আবু ইউসুফ, হাফেজ আবু বকর ও হাফেজ কারী অলী উল্লাহ প্রমুখ।