ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলংকায় মুসলিমবিরোধী দাঙ্গা: কারফিউ প্রত্যাহার, তদন্তের সিদ্ধান্ত

অন্তর্জাতিক ডেস্কঃ

শ্রীলংকায় মুসলিমবিরোধী দাঙ্গার কারণে দেওয়া কারফিউ প্রত্যাহার করেছে সরকার। দেশটির সরকারি কর্মকর্তারা একথা জানান। শনিবার ভোরে কলম্বো থেকে ১১৫ কিলোমিটার পূর্বে অবস্থিত জেলাটির কারফিউ প্রত্যাহার করা হয়। এদিকে, মুসলিমবিরোধী ওই দাঙ্গার বিষয়ে তদন্ত করবে বলে জানিয়েছে সরকার।

সরকারি কর্মকর্তারা জানান, কারফিউ তুলে নেওয়া হলেও রাজধানী এবং দাঙ্গা কবলিত জেলায় সেনা টহল অব্যাহত রয়েছে। পুলিশও মোতায়েন থাকবে।

এদিকে, সরকারী এক বিবৃতিতে বলা হয়েছে , অবসরপ্রাপ্ত তিনজন বিচারপতির সমন্বয়ে গঠিত একটি প্যানেল মুসলিমবিরোধী ওই দাঙ্গার বিষয়ে তদন্ত করবে।

প্রসঙ্গত, শ্রীলংকায় চারদিনের মুসলিমবিরোধী দাঙ্গায় তিনজন নিহত হয়েছেন। এতে আরো অন্তত ২০ জন আহত হন। এছাড়া, দাঙ্গার সময় দু’শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুর করা হয়। দেশটির মধ্যাঞ্চলে দাঙ্গা ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জরুরি অবস্থা ঘোষণা দেন।

সূত্র: এএফপি

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

শ্রীলংকায় মুসলিমবিরোধী দাঙ্গা: কারফিউ প্রত্যাহার, তদন্তের সিদ্ধান্ত

আপডেট সময় ০২:১৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ মার্চ ২০১৮
অন্তর্জাতিক ডেস্কঃ

শ্রীলংকায় মুসলিমবিরোধী দাঙ্গার কারণে দেওয়া কারফিউ প্রত্যাহার করেছে সরকার। দেশটির সরকারি কর্মকর্তারা একথা জানান। শনিবার ভোরে কলম্বো থেকে ১১৫ কিলোমিটার পূর্বে অবস্থিত জেলাটির কারফিউ প্রত্যাহার করা হয়। এদিকে, মুসলিমবিরোধী ওই দাঙ্গার বিষয়ে তদন্ত করবে বলে জানিয়েছে সরকার।

সরকারি কর্মকর্তারা জানান, কারফিউ তুলে নেওয়া হলেও রাজধানী এবং দাঙ্গা কবলিত জেলায় সেনা টহল অব্যাহত রয়েছে। পুলিশও মোতায়েন থাকবে।

এদিকে, সরকারী এক বিবৃতিতে বলা হয়েছে , অবসরপ্রাপ্ত তিনজন বিচারপতির সমন্বয়ে গঠিত একটি প্যানেল মুসলিমবিরোধী ওই দাঙ্গার বিষয়ে তদন্ত করবে।

প্রসঙ্গত, শ্রীলংকায় চারদিনের মুসলিমবিরোধী দাঙ্গায় তিনজন নিহত হয়েছেন। এতে আরো অন্তত ২০ জন আহত হন। এছাড়া, দাঙ্গার সময় দু’শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুর করা হয়। দেশটির মধ্যাঞ্চলে দাঙ্গা ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জরুরি অবস্থা ঘোষণা দেন।

সূত্র: এএফপি