জাতীয় ডেস্কঃ
নিজ দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধ্যতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট আবেদনের উপর দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।
বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সোমবার ৭০ অনুচ্ছেদ কেন বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেন। তবে কনিষ্ঠ বিচারক বিচারপতি মো. আশরাফুল কামাল রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। দ্বিধাবিভক্ত আদেশের ফলে মামলার নথি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে যাবে।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পাঠাবেন। তৃতীয় বেঞ্চে বিষয়টি নিষ্পত্তি হবে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধ্যতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ইউনুচ আলী আকন্দ।