ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সন্দেহের তালিকায় ছিলেন মেসি

ছবি: সংগৃহীত

 

০৯ ডিসেম্বর (মুরাদনগর বার্তা ডেস্ক):

 

আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি জানিয়েছেন, মাদক নিয়ন্ত্রন কর্মকর্তারা তাকে মাদক গ্রহণের সন্দেহের তালিকায় রেখেছিলেন। তিনি আরো জানান, বার্সেলোনায় তার সতীর্থদেরও সন্দেহের বশে ডোপিং টেস্ট করাতে হয়েছে।

এইটিএসএডি (স্প্যানিস এজেন্সি ফর প্রোটেকশন অব হেলথ ইন স্পোর্ট) এর কর্মকর্তারা উয়েফার প্রতিনিধি হিসেবে বার্সেলোনার ক্লাব পরিদর্শনকালে মেসিসহ আরো কয়েকজন ফুটবলারের ডোপ টেস্ট করান। এ তালিকায় মেসি বাদেও ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা, ইভান রেকিটিক, ক্লদিয়ো ব্রাভো এবং জরদি আলবা।

ডোপ টেস্ট দেওয়ার পর মেসি তার ইন্সট্রাগ্রামে লিখেন, ‘মাদক নিয়ন্ত্রন। পাঁচ জন ফুটবলারের মাঝে একমাত্র আমারই ইউরিন এবং রক্তের নমুনা নিয়েছে। এটা কি অবাক করার মতো নয়?’

লা লিগার গত ম্যাচে মেসি হ্যাটট্রিক করেন। এর আগে লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠেন বার্সার এ প্রাণভোমরা। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগেরও সর্বোচ্চ গোলদাতার নামটি মেসির দখলে।

মেসি ২১তম হ্যাটট্রিকে লা লিগায় বার্সার হয়ে ৪০০ গোলের মাইলফলক পেরিয়েছেন গত ম্যাচের মধ্য দিয়ে। বার্সার হয়ে এখন চারবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোল সংখ্যা ৪০২। লা লিগার এ মৌসুমে উড়ন্ত মেসি ১৪ ম্যাচ করেছেন ১৩টি গোল।

ট্যাগস

মুরাদনগরে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরন অনুষ্ঠিত

সন্দেহের তালিকায় ছিলেন মেসি

আপডেট সময় ০৩:০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০১৪
ছবি: সংগৃহীত

 

০৯ ডিসেম্বর (মুরাদনগর বার্তা ডেস্ক):

 

আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি জানিয়েছেন, মাদক নিয়ন্ত্রন কর্মকর্তারা তাকে মাদক গ্রহণের সন্দেহের তালিকায় রেখেছিলেন। তিনি আরো জানান, বার্সেলোনায় তার সতীর্থদেরও সন্দেহের বশে ডোপিং টেস্ট করাতে হয়েছে।

এইটিএসএডি (স্প্যানিস এজেন্সি ফর প্রোটেকশন অব হেলথ ইন স্পোর্ট) এর কর্মকর্তারা উয়েফার প্রতিনিধি হিসেবে বার্সেলোনার ক্লাব পরিদর্শনকালে মেসিসহ আরো কয়েকজন ফুটবলারের ডোপ টেস্ট করান। এ তালিকায় মেসি বাদেও ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা, ইভান রেকিটিক, ক্লদিয়ো ব্রাভো এবং জরদি আলবা।

ডোপ টেস্ট দেওয়ার পর মেসি তার ইন্সট্রাগ্রামে লিখেন, ‘মাদক নিয়ন্ত্রন। পাঁচ জন ফুটবলারের মাঝে একমাত্র আমারই ইউরিন এবং রক্তের নমুনা নিয়েছে। এটা কি অবাক করার মতো নয়?’

লা লিগার গত ম্যাচে মেসি হ্যাটট্রিক করেন। এর আগে লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠেন বার্সার এ প্রাণভোমরা। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগেরও সর্বোচ্চ গোলদাতার নামটি মেসির দখলে।

মেসি ২১তম হ্যাটট্রিকে লা লিগায় বার্সার হয়ে ৪০০ গোলের মাইলফলক পেরিয়েছেন গত ম্যাচের মধ্য দিয়ে। বার্সার হয়ে এখন চারবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোল সংখ্যা ৪০২। লা লিগার এ মৌসুমে উড়ন্ত মেসি ১৪ ম্যাচ করেছেন ১৩টি গোল।