জাতীয় ডেস্কঃ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুখী-সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ বুধবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান। আগামীকাল ১৪ ডিসেম্বর জাতি যথাযোগ্য মর্যাদায় এ দিবস পালন করবে।
রওশন এরশাদ বলেন, এদিনটি বাঙ্গালি জাতির ইতিহাসে এক বেদনাঘন দিন। ১৯৭১ সালের এইদিনে পাকিস্তানি হানাদার বাহিনী বীর মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের সামনে পরাজয় নিশ্চিত জেনে এক ঘৃণ্য ষড়যন্ত্রে মেতেছিল। বাঙ্গালি জাতিকে মেধা-মননশূন্য করতে হানাদার বাহিনী রাতের আধারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে।
বিজয়ের চূড়ান্তক্ষণে শাহাদাত বরণকারী বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, একাত্তরের এই দিনের হত্যাকাণ্ড ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর ঘটনা, যা বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে স্তম্ভিত করেছিল। বাসস