শনিবার কুমিল্লা টাউন হল মাঠে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জনসভাবেশ উপলক্ষে নিরপত্তার স্বার্থে জেলা পুলিশ ৪টি ক্লোজ সার্কিট ক্যামেরায় সার্বক্ষণিক মনিটরিং করবে।
জেলা বিএনপির শীর্ষ নেতারা আশা করেন সমাবেশস্থল ও তার আশেপাশ এলাকার প্রায় ৫ লাখ মানুষের সমাগম হবে। এ সমাবেশ হবে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ।
এতবড় সমাবেশে নিরাপত্তায় ব্যবস্থা কেমন থাকবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে আলোচনা।
এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানান, যেভাবে নিরাপত্তা প্রয়োজন ওইভাবে আমরা ব্যবস্থা নেব।
এদিকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে আগে থেকেই ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো আছে। যা সারাসরি কুমিল্লার পুলিশ সুপার পর্যবেক্ষণ করেন। এছাড়াও সমাবেশস্থলে বাড়তি আরো চারটি ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা সমাবেশস্থল পর্যবেক্ষণ করা হবে। মাঠে থাকবে গোয়েন্দা পুলিশের সার্বক্ষণিক নজরদারি।
জনসভার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। জেলা বিএনপির শীর্ষ নেতারা টাউন হল মাঠে বিভিন্ন অংশ ঘুরে সমাবেশের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।