ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সেন্সর ছাড়পত্র পেল ববির ‘বিজলী’

বিনোদন ডেস্কঃ
গত মঙ্গলবার সেন্সরবোর্ডে প্রদর্শিত হয় ববি অভিনীত বহুল আলোচিত ছবি ‘বিজলী’। পরে কোনরকম কাটছাঁট ছাড়াই সেন্সর ছাড়পত্র পায় বিজলি। বুধবার ছবিটির সেন্সর ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ববি।
ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। এটি ববির প্রযোজনা সংস্থা ববষ্টার থেকে নির্মিত প্রথম ছবি। এর মাধ্যমে ববি প্রযোজক হিসেবেও নাম লিখিয়েছেন। ইতিমধ্যে এই ছবির দুইটি গান ইউটিউবে মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘পার্টি পার্টি’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
এতে একজন সুপারওম্যান চরিত্রে দেখা যাবে ববিকে। যা বাংলাদেশের সিনেমায় একেবারেই নতুন। ববির বিপরীতে নায়ক হিসেবে এতে অভিনয় করেছেন কলকাতার নায়ক রণবীর।
ছবিটি নিয়ে ববি বলেন, হলিউডের ‘স্পাইডারম্যান’ কিংবা বলিউডের ‘কৃশ’র আকাশে ওড়ার দৃশ্য সবার নজর কাড়ে। এমন একটি ছবিই বাংলাদেশের দর্শকদের উপহার দিতে চেয়েছি। এতে দারুণ সব ভিএফএক্স (ভিজুয়াল গ্রাফিক্স) বা থ্রিডি অ্যানিমেশনের কাজ করা হয়েছে। ছবিটি সবার কাছেই উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস।’
ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে পরকীয়ায় বাধা দেওয়ায় খুন লাশ গুম

সেন্সর ছাড়পত্র পেল ববির ‘বিজলী’

আপডেট সময় ০৬:৪১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮
বিনোদন ডেস্কঃ
গত মঙ্গলবার সেন্সরবোর্ডে প্রদর্শিত হয় ববি অভিনীত বহুল আলোচিত ছবি ‘বিজলী’। পরে কোনরকম কাটছাঁট ছাড়াই সেন্সর ছাড়পত্র পায় বিজলি। বুধবার ছবিটির সেন্সর ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ববি।
ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। এটি ববির প্রযোজনা সংস্থা ববষ্টার থেকে নির্মিত প্রথম ছবি। এর মাধ্যমে ববি প্রযোজক হিসেবেও নাম লিখিয়েছেন। ইতিমধ্যে এই ছবির দুইটি গান ইউটিউবে মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘পার্টি পার্টি’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
এতে একজন সুপারওম্যান চরিত্রে দেখা যাবে ববিকে। যা বাংলাদেশের সিনেমায় একেবারেই নতুন। ববির বিপরীতে নায়ক হিসেবে এতে অভিনয় করেছেন কলকাতার নায়ক রণবীর।
ছবিটি নিয়ে ববি বলেন, হলিউডের ‘স্পাইডারম্যান’ কিংবা বলিউডের ‘কৃশ’র আকাশে ওড়ার দৃশ্য সবার নজর কাড়ে। এমন একটি ছবিই বাংলাদেশের দর্শকদের উপহার দিতে চেয়েছি। এতে দারুণ সব ভিএফএক্স (ভিজুয়াল গ্রাফিক্স) বা থ্রিডি অ্যানিমেশনের কাজ করা হয়েছে। ছবিটি সবার কাছেই উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস।’