ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল ২৩ এপ্রিল পর্যন্ত

ধর্ম ও জীবন ডেস্কঃ
হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ২৩ এপ্রিল রবিবার পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার ধর্মমন্ত্রী ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বেসরকারি হজ এজেন্সি মালিকদের (হাব) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পূর্ব ঘোষণা অনুসারে গতকাল ছিল নিবন্ধনের শেষ দিন। তবে এ সময়ে হাব নিবন্ধন কার্যক্রম বর্জন করায় আবারো এক সপ্তাহ সময় বাড়াল সরকার।
সভা সূত্রে জানা গেছে, তবে ২৫ এপ্রিল পর্যন্তও নিবন্ধন চলবে। ২৩ এপ্রিলের সময়সীমার পর সরকারি কোটার যেগুলো বাকি থাকবে সেগুলো বেসরকারি এজেন্সিদের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। ওই দুদিন তাদের অধীনে নিবন্ধন সম্পন্ন হবে। এ ছাড়া গত বছরের প্রাক-নিবন্ধিত ৩৭ হাজার হজযাত্রী যাচাই-বাছাই করে সঠিক সংখ্যা নিরূপণ করে তা যেসব এজেন্সি একশ’র নিচে হজযাত্রী পেয়েছে তাদের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। এ ছাড়া সভায় হজযাত্রীর কোটা ৫০ হাজার বাড়ানোর দাবি জানায় হাব। এ বিষয়েও উদ্যাগ নেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী এ ব্যাপারে সৌদি সরকারের কাছে দুএকদিনের মধ্যে চিঠি দেবেন বলে জানা গেছে।
ইত্তেফাক
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ ও সড়ক অবরোধ

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল ২৩ এপ্রিল পর্যন্ত

আপডেট সময় ০২:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
ধর্ম ও জীবন ডেস্কঃ
হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ২৩ এপ্রিল রবিবার পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার ধর্মমন্ত্রী ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বেসরকারি হজ এজেন্সি মালিকদের (হাব) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পূর্ব ঘোষণা অনুসারে গতকাল ছিল নিবন্ধনের শেষ দিন। তবে এ সময়ে হাব নিবন্ধন কার্যক্রম বর্জন করায় আবারো এক সপ্তাহ সময় বাড়াল সরকার।
সভা সূত্রে জানা গেছে, তবে ২৫ এপ্রিল পর্যন্তও নিবন্ধন চলবে। ২৩ এপ্রিলের সময়সীমার পর সরকারি কোটার যেগুলো বাকি থাকবে সেগুলো বেসরকারি এজেন্সিদের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। ওই দুদিন তাদের অধীনে নিবন্ধন সম্পন্ন হবে। এ ছাড়া গত বছরের প্রাক-নিবন্ধিত ৩৭ হাজার হজযাত্রী যাচাই-বাছাই করে সঠিক সংখ্যা নিরূপণ করে তা যেসব এজেন্সি একশ’র নিচে হজযাত্রী পেয়েছে তাদের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। এ ছাড়া সভায় হজযাত্রীর কোটা ৫০ হাজার বাড়ানোর দাবি জানায় হাব। এ বিষয়েও উদ্যাগ নেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী এ ব্যাপারে সৌদি সরকারের কাছে দুএকদিনের মধ্যে চিঠি দেবেন বলে জানা গেছে।
ইত্তেফাক