মো. আবু রায়হান চৌধুরী, হোমনা ( কুমিল্লা):
কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসের প্রভাবে গৃহবন্দী অসহায় দিন আনে দিন খায়, কর্মহীন ও খেটে খাওয়া হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে পৌরমেয়র এর নিজস্ব অর্থায়নে, প্রধানমন্ত্রীর সৌজন্যে ও স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরী’র পরামর্শক্রমে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে গরীব, দুঃখী অসহায় ও দরিদ্র মানুষের আপনজন হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন হোমনা পৌরমেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম।
আজ ৫ মার্চ ও গতকাল ৪ মার্চ ২০২০ ইং পৌরসভার ১ ও ৫ নং ওয়ার্ডের কয়েক শতাধিক গৃহবন্দী, কর্মহীন, ‘‘দিন মজুর, রিক্সা ও ভ্যান চালক, সিএনজি চালক, বাস ড্রাইভার-হেলপার,খেটে খাওয়া হত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০ঘটিকায় ও গতকাল রবিবার বেলা ২টায হোমনা পৌরসভা কার্যালয়ের সামনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও তাপ্তি চাকমা।
এসময় পৌরমেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, ওসি মো. আবুল কায়েস আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন ও যুগ্ম সম্পাদক গাজী ইলিয়াছ, পৌর কমিশনার আবদুল বাতেন, মো. সিরাজ মিয়া ও স্বপ্না আক্তার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন সরকার, উপজেলা তাতী লীগের সভাপতি হারুন অর রশিদ, পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির ও দপ্তর সম্পাদক মো. আমির হোসেন প্রমুখ।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণকালে পৌরমেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, করোনাভাইরাস জনিত কারণে আমরা আজ একটি দুর্যোগময় মুহূর্তে রয়েছি। সরকার ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন। এর পাশাপাশি ব্যবসায়ী সংগঠনগুলো করোনা প্রতিরোধে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। ফলে দৈনিক আয়ের উপর নির্ভর করা লোকজন কিছুটা বেকায়দায় পড়েছে। এ সময়ে সরকার থেকে পাওয়া কিছু সহায়তার সাথে আমি ব্যক্তিগত কিছু সহযোগিতা করার চেষ্টা করছি। আশা করি দরিদ্র মানুষ একটু হলেও উপকৃত হবে।