হোমানা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলায় মো. শামীম আহমেদ (৩৫) নামে এক যুবককে রিভলভারসহ গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার মহিষমারী গ্রামের মৃত শহিদ উল্লাহর ছেলে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমদ নিজামী জানান, মঙ্গলবার রাতে হোমনা- গৌরিপুর সড়কের ছিনাইয়া নামক স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে লাইসেন্স বিহীন একটি দেশীয় রিভলভার উদ্ধার করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে। বুধবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।