হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় ৪৭ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার ভবানীপুর-মিরশ্বীকারি গ্রামের মৃত রওশন আলীর ছেলে হাসান আলী (৩৫) ও শ্রীমদ্দি গ্রামের মো. শফিউল্লাহর ছেলে মো. কাউসার (৩০)।
গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্বপাড়া কালভার্টের ওপর থেকে দেহ তল্লাশি করে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসান ও কাউসারকে আটক করে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, আটককৃতরা তাদের সহযোগী পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর থানার কালিকাপুর গ্রামের জনৈক সানাউল্লাহর কাছ থেকে কম মূল্যে ইয়াবা ক্রয় করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ওই স্থানে অপেক্ষা করছিলেন।
হোমনা থানার ওসি রসুল আহমেদ নিজামী ঘটনা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে আজ শুক্রবার তাদেরকে জেলে পাঠানো হয়েছে।