তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলা এশিয়াটিক ফার্মাসিউটিক্যা লস লিঃ এর এরিয়া অফিসের ষ্টোর রুমে ভয়াবহ অগ্নিকান্ডে কম্পানির ৪ লক্ষাধিক টাকার ঔষধ ভস্মিভূত হয়েছে বলে জানা যায়।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা সদরের হাসপাতাল রোডে অবস্থিত অফিসে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে ধারনা করা হয়েছে।
সরজমিনে গিয়ে জানা যায়, হোমনা স্থাস্থ্য কমপ্লেক্স রোডে অবস্থিত মেসার্স সরকার ফামের্সীর ভিতরে এশিয়াটিক ফার্মাসিউটিক্যাল্স লিঃ এর ষ্টোর রুমে রাত অনুমান ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত ঘটে। হোমনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট টানা এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এর পূর্বেই ষ্টোরের মধ্যে থাকা ঔষধ ও আসবাবপত্র পুড়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানের এরিয়া ইনচার্জ মো. মনিরুজ্জামান টিপু।
এ বিষয়ে হোমনা থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। থানা পুলিশের এসআই মোঃ সফিউদ্দিন ভূঁইয়া ঘটনাস্থল পরির্দশন করেন। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন।
হোমনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আক্তারুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে টানা এক ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি। ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।