মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
বাংলার মেহনতী মানুষ এক হও শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্টার প্রত্যয়ে মহান মে দিবস উপলক্ষে কুমিল্লার হোমনায় জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূনরায় এসে শেষ হয় পরে কুমিল্লা (উঃ)জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিমা আহমাদ মেরী’র প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা (উঃ)জেলা সহ- সভাপতি সেলিমা আহমাদ মেরী, উপজেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবুল কাশেম প্রধান, উপজেলা আওয়ামীলীগের সদস্য খন্দকার মাহবুবুর রহমান,উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মহসিন সরকার, উপজেলা যুগ্ন সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছ,কুমিল্লা( উ)জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মো.দোলোয়ার হোসেন (ফারুক), হোমনা ডিগ্রি কলেজ ছাত্র সাবেক জি,এস, আব্দুস সালাম ভূঁইয়া, হোমনা পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো. জাহাঙ্গীর আলমসহ শ্রমিকলীগের ৯ ইউনিয়নের সভাপতি বক্তব্য রাখেন।