মোর্শেদুল ইসলাম শাজু, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় মাদক সেবনের অপরাধে জাকরিয়া (২২) নামে এক যুবককে ছয় মাসের কারদন্ডা দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে তাকে কুমিল্লা জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
সে উপজেলার মঙ্গলকান্দি গ্রামের আবদুল বারেকের ছেলে।
জানা যায়, রোববার বিকেলে হোমনা থানার এএসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ টহল দানকালে মঙ্গলকান্দি গ্রামের সড়ক থেকে জাকারিয়াকে আটক করা হয়। প্রথমে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে শরীর তল্লাশী করা হয়। এ সময় তার পকেট থেকে পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে বিকেলে উডপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও কাজী শহিদুল ইসলামের কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত জাকারিয়াকে ছয় মাসের কারাদন্ডাদেশ দেন।