মো.তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
দেশব্যাপী শুরু হওয়া এসএসি ও দাখিল পরীক্ষার প্রথম দিন কুমিল্লার হোমনায় শান্তিপূর্ণ পরিবেশে বাংলা প্রথম পত্রের পরীক্ষা সম্পূন্ন হয়েছে।
পরীক্ষা কেন্দ্রগুলোতে ছিল কড়া নিরাপত্তা ব্যাবস্থা। এবছরএসএসসিতে মোট পরীক্ষার্থী ১৭৯৬ জন । উপস্থিত ১৭৮৬ জন অনুপস্থিত ১০ জন । দাখিলে মোট পরীক্ষার্থী ২৭৮ জন, উপস্থিত ২৭২ জন, অনুপস্থিত-৬ জন ।
ভোকেশনালে মোট-১৩০ জন। উপস্থিত-১৩০ জন । হোমনায় ৩কেন্দ্রের ৪ ভ্যানুতে এএসসি পরীক্ষা, এক কেন্দ্র দাখিল ও দুই কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ।
কেন্দ্র গুলো হচ্ছে হোমনা১,হোমনা-২( কফিলউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়) দুলালপুর, রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় । দাখিল -হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় । ভোকেশনাল- হোমনা আদর্শ ও নিলখী উচ্চ বিদ্যালয় ।উপজেলা নির্বাহী অফিসার কাজী শহিদুল ইসলাম,পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন পরে জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থা মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও দাখিল পরীক্ষা। কেন্দ্র সচিবসহ
সংশ্লিষ্টদের সজাগ ও সতর্ক থেকে পরীক্ষা গ্রহণের নিদের্শনা দেওয়া হয়েছে। ২ মার্চ পর্যন্ত চলবে পরীক্ষা। তবে নারী পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে বলে জানান তিনি।