ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হোমনায় শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উদযাপিত

তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ

শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ছিল বৃহস্পতিবার। হিন্দু ধর্ম মতে, সত্যের উজ্জ্বল আলো অন্ধকারে ঢেকে রাখতে চায় দুষ্ট ও দুর্বৃত্তরা। অহংকারে অন্ধকারে আচ্ছন্ন হয়ে অসুর হয়ে ওঠে তারা। অসুর ও অযোগ্যরা সৎ ও যোগ্যদের দাবিয়ে রাখতে চায়। এই দুষ্টদের দমন করে সৎ মানুষদের রক্ষার জন্য অবতার হয়ে বারবার পৃথিবীতে এসেছিলেন শ্রীকৃষ্ণ। দ্বাপর যুগে অবতার হয়ে মানুষকে নতুন করে চলার পথ দেখাতেই এই দিনে পৃথিবীতে তাঁর আগমন ঘটে। শ্রীকৃষ্ণ তাঁর ভক্তের কাছে ঈশ্বর, ভগবান, গোবিন্দ, পরমেশ্বর, অবতারসহ বিভিন্ন নামে অভিহিত হয়ে থাকেন।

আজ ভক্তরা উপবাস থেকে শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা, গীতাযজ্ঞ, জন্মাষ্টমী মিছিল, কৃষ্ণপূজা, পদাবলি কীর্তন করে তাঁর সন্তুষ্টি লাভ করতে চেয়েছেন। হিন্দু পঞ্জিকা মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্যে জন্মাষ্টমী পালিত। গ্রেগরিয়ান ক্যালেন্ডার মতে, মধ্য আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো একসময়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল দ্বাপর যুগে। পাশবিক শক্তিকে দমন করে মানবজাতিকে রক্ষার জন্য তাঁর আবির্ভাব ঘটেছিল পূর্ণ অবতার রূপে। শ্রীকৃষ্ণের বাবা বাসুদেব আর মায়ের নাম দেবকী। তিনি পিতা-মাতার অষ্টম ছেলে ছিলেন। রাজা উগ্রসেনের ছেলে কংসের কারাগারে তিনি আবির্ভূত হয়েছিলেন। তাঁর আবির্ভাবের সঙ্গে সঙ্গে বাসুদেব দেখেছিলেন শিশুটির চার হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। ওই দৃশ্য দেখেই তিনি বুঝতে পারেন, নারায়ণ তাঁদের ঘরেই জন্ম নিয়েছেন। বাল্যকাল থেকেই কৃষ্ণ অলৌকিক শক্তির প্রমাণ দেন পুতনাবধ, দামবন্ধন লীলা, কলীয়দমন— এসব লীলার মাধ্যমে।

জন্মাষ্টমী উপলক্ষে কুমিল্লা জেলার হোমনা উপজেলায় পূজা উদযাপন কমিটি র্যালী ও আলোচনা অনুষ্ঠান করেছে।

এতে প্রধান অতিথি হোমনা উপজেলা র্নিবাহি অফিসার কাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিষাবে বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ কে এম সিদ্দিকুর রহমান আবুল পৌর মেয়র এড নজুরুল ইসলাম আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন হোমনা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটিকমান্ডার আবুল কাশেম প্রধান পৌ র আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল হোমনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামাল উদ্দিন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আ হক সরকার, সাধারন সম্পাদক জসিম উদ্দিন লিটন, পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু চন্দন লাল, সাধারন সম্পাদক বাবু উৎপল কুমার ভৌমিক প্রমুখ।

ট্যাগস

হোমনায় শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উদযাপিত

আপডেট সময় ০৩:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০১৬
তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ

শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ছিল বৃহস্পতিবার। হিন্দু ধর্ম মতে, সত্যের উজ্জ্বল আলো অন্ধকারে ঢেকে রাখতে চায় দুষ্ট ও দুর্বৃত্তরা। অহংকারে অন্ধকারে আচ্ছন্ন হয়ে অসুর হয়ে ওঠে তারা। অসুর ও অযোগ্যরা সৎ ও যোগ্যদের দাবিয়ে রাখতে চায়। এই দুষ্টদের দমন করে সৎ মানুষদের রক্ষার জন্য অবতার হয়ে বারবার পৃথিবীতে এসেছিলেন শ্রীকৃষ্ণ। দ্বাপর যুগে অবতার হয়ে মানুষকে নতুন করে চলার পথ দেখাতেই এই দিনে পৃথিবীতে তাঁর আগমন ঘটে। শ্রীকৃষ্ণ তাঁর ভক্তের কাছে ঈশ্বর, ভগবান, গোবিন্দ, পরমেশ্বর, অবতারসহ বিভিন্ন নামে অভিহিত হয়ে থাকেন।

আজ ভক্তরা উপবাস থেকে শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা, গীতাযজ্ঞ, জন্মাষ্টমী মিছিল, কৃষ্ণপূজা, পদাবলি কীর্তন করে তাঁর সন্তুষ্টি লাভ করতে চেয়েছেন। হিন্দু পঞ্জিকা মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্যে জন্মাষ্টমী পালিত। গ্রেগরিয়ান ক্যালেন্ডার মতে, মধ্য আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো একসময়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল দ্বাপর যুগে। পাশবিক শক্তিকে দমন করে মানবজাতিকে রক্ষার জন্য তাঁর আবির্ভাব ঘটেছিল পূর্ণ অবতার রূপে। শ্রীকৃষ্ণের বাবা বাসুদেব আর মায়ের নাম দেবকী। তিনি পিতা-মাতার অষ্টম ছেলে ছিলেন। রাজা উগ্রসেনের ছেলে কংসের কারাগারে তিনি আবির্ভূত হয়েছিলেন। তাঁর আবির্ভাবের সঙ্গে সঙ্গে বাসুদেব দেখেছিলেন শিশুটির চার হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। ওই দৃশ্য দেখেই তিনি বুঝতে পারেন, নারায়ণ তাঁদের ঘরেই জন্ম নিয়েছেন। বাল্যকাল থেকেই কৃষ্ণ অলৌকিক শক্তির প্রমাণ দেন পুতনাবধ, দামবন্ধন লীলা, কলীয়দমন— এসব লীলার মাধ্যমে।

জন্মাষ্টমী উপলক্ষে কুমিল্লা জেলার হোমনা উপজেলায় পূজা উদযাপন কমিটি র্যালী ও আলোচনা অনুষ্ঠান করেছে।

এতে প্রধান অতিথি হোমনা উপজেলা র্নিবাহি অফিসার কাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিষাবে বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ কে এম সিদ্দিকুর রহমান আবুল পৌর মেয়র এড নজুরুল ইসলাম আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন হোমনা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটিকমান্ডার আবুল কাশেম প্রধান পৌ র আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল হোমনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামাল উদ্দিন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আ হক সরকার, সাধারন সম্পাদক জসিম উদ্দিন লিটন, পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু চন্দন লাল, সাধারন সম্পাদক বাবু উৎপল কুমার ভৌমিক প্রমুখ।