তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় বখাটের উত্ত্যক্ত সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে রিপা রাণী দাস ( ১৭) নামের এক স্কুল ছাত্রীর অত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে গতকাল বুধবার রাতে উপজেলার দুলালপুর ইউনিয়নের বৈদ্যারকান্দি কালমিনা গ্রামে।
সে ওই গ্রামের সঞ্জিত চন্দ্র দাসের মেয়ে ও উপজেলার কালমিনা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। এই ঘটনায় আজ বৃহস্পতিবার নিহতের বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে হোমনা থানায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ নিহতের বাড়ী থেকে লাশ উদ্ধার করে গতকাল বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য কুযমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে।
হোমনা থানা অফিসার ইনচার্জ মো. আবুল ফয়সল জানায়, আমরা নিহতের লাশ উদ্ধার কওে থানায় নিয়ে এসেছি। ময়না তদন্তের পরই রহস্য বের করা যাবে। তবে প্রাথমিকভাবে অভিযোগের ভিত্তিতে আমরা ৪/৫জনের বিরুদ্ধে একটি মামলা নিয়েছি।