জাতীয় ডেস্কঃ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা নাশকতার আট মামলার শুনানির তারিখ পিছিয়ে আগামী ১০ এপ্রিল ধার্য করেছে আদালত।
সোমবার মামলাগুলো অভিযোগ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষে সবগুলো মামলা হাইকোর্ট স্থগিত করেছেন জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া, জিয়া উদ্দিন জিয়া, হান্নান ভূঁইয়া।
পুরান ঢাকার বকশিবাজারস্থ কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ১০ এপ্রিল ঠিক করেন।
২০১৫ সালে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে আটটি মামলা দায়ের করা হয়। এই আট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করা হয়।