২৮ ডিসেম্বর (মুরাদনগর বার্তা ডটকম) ডেস্ক রিপোর্ট:
১৬২ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে এয়ার এশিয়ার একটি বিমান নিখোঁজ হয়েছে। রবিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রী হাদি মুস্তফা জানান, রবিবার স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে সুরাবায়া থেকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের উদ্দেশে উড়াল দেয় কিউজেড ৮৫০১ ফ্লাইটটি। ফ্লাইটটি স্থানীয় সময় সাড়ে ৮টার দিকে গন্তব্যে পৌঁছানোর কথা।
হাদি মুস্তফা জানান, বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন করার আগে ভিন্ন গতিপথে চলছিল।
এয়ার এশিয়ার পক্ষ থেকে ফ্লাইটটি নিখোঁজ থাকার সত্যতা নিশ্চিত করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরে পৌঁছানোর কথা থাকলেও বিমান গন্তব্যে পৌঁছায়নি।