ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

৬৫ বছর বয়সে ইমরান খানের তিন নম্বর শাদী

খেলাধূলা ডেস্কঃ

নানা নাটকীয়তার পর তিন নম্বর বিয়েটা করেই ফেললেন সাবেক পাকিস্তানি ক্রিকেট গ্রেট ইমরান খান। একসময়ের ‘প্লেবয়’ খ্যাত এই ক্রিকেট তারকার নবপরিণীতা স্ত্রীর নাম বুশরা মানেকা। তিনি দেশটির পাকপাত্তান এলাকার একটি পীর পরিবারের কন্যা। বুশরারও এটি দ্বিতীয় বিয়ে।

পাকিস্তানের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য ডন  তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) বরাত দিয়ে ৬৫ বছর ১৩৭ দিন বয়সী ইমরানের বিয়ের খবর নিশ্চিত করেছে। জানা গেছে, বুড়ো বয়সে বিয়ে বলেই খুব আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন ছিল না। গতকাল রবিবার লাহোরে বুশরার ভাইয়ের বাসায় ঘনিষ্ট কয়েকজনের উপস্থিতিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়।

ইমরানের নবপরিণীতা স্ত্রী বুশরার বয়স ৪২। তারা ওয়াত্তু গোত্রের। বুশরার আগের স্বামীর নাম খাওয়ার ফরিদ মানেকা। সম্প্রতি বুশরার সঙ্গে ফরিদের বিয়ে বিচ্ছেদ হয়। এর আগে থেকেই নাকি ইমরানের সঙ্গে সম্পর্ক ছিল তার। বিয়ের অনুষ্ঠানে কনের মা, ভাইবোন ও বন্ধুরা উপস্থিথ থাকলেও ইমরানের পরিবারের কেউ নাকি ছিলেন না!

১৯৯৫ সালে ব্রিটিশ ধনকুবের জেমাইমা গোল্ডস্মিথকে বিয়ে করেন ইমরান। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৫ সালে রিহাম খানকে বিয়ে করেন ইমরান। এ বিয়ে টেকে মাত্র ১০ মাস। তিন বছরের মাথায় আবারও বিয়ের পিড়িতে বসলেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৬৫ বছর বয়সে ইমরান খানের তিন নম্বর শাদী

আপডেট সময় ০৭:২২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮
খেলাধূলা ডেস্কঃ

নানা নাটকীয়তার পর তিন নম্বর বিয়েটা করেই ফেললেন সাবেক পাকিস্তানি ক্রিকেট গ্রেট ইমরান খান। একসময়ের ‘প্লেবয়’ খ্যাত এই ক্রিকেট তারকার নবপরিণীতা স্ত্রীর নাম বুশরা মানেকা। তিনি দেশটির পাকপাত্তান এলাকার একটি পীর পরিবারের কন্যা। বুশরারও এটি দ্বিতীয় বিয়ে।

পাকিস্তানের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য ডন  তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) বরাত দিয়ে ৬৫ বছর ১৩৭ দিন বয়সী ইমরানের বিয়ের খবর নিশ্চিত করেছে। জানা গেছে, বুড়ো বয়সে বিয়ে বলেই খুব আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন ছিল না। গতকাল রবিবার লাহোরে বুশরার ভাইয়ের বাসায় ঘনিষ্ট কয়েকজনের উপস্থিতিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়।

ইমরানের নবপরিণীতা স্ত্রী বুশরার বয়স ৪২। তারা ওয়াত্তু গোত্রের। বুশরার আগের স্বামীর নাম খাওয়ার ফরিদ মানেকা। সম্প্রতি বুশরার সঙ্গে ফরিদের বিয়ে বিচ্ছেদ হয়। এর আগে থেকেই নাকি ইমরানের সঙ্গে সম্পর্ক ছিল তার। বিয়ের অনুষ্ঠানে কনের মা, ভাইবোন ও বন্ধুরা উপস্থিথ থাকলেও ইমরানের পরিবারের কেউ নাকি ছিলেন না!

১৯৯৫ সালে ব্রিটিশ ধনকুবের জেমাইমা গোল্ডস্মিথকে বিয়ে করেন ইমরান। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৫ সালে রিহাম খানকে বিয়ে করেন ইমরান। এ বিয়ে টেকে মাত্র ১০ মাস। তিন বছরের মাথায় আবারও বিয়ের পিড়িতে বসলেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান।