তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় উপজেলায় দলীয় প্রতীকে ইউপি নির্বাচনে আ’লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
১নং মাথাভাঙ্গা ইউনিয়নে – মো. নাজিরুল হক ভুইয়া, ২ নং ঘাগুটিয়া ইউনিয়নে- মো. আবুল কাশেম প্রধান ,৩নং দুলালপুর ইউনিয়নে- মো. জসিমউদ্দিন সওদাগর ,৪নং চান্দেরচর ইউনিয়নে- মো. আবুল বাশার মোল্লা, ৫নং আছাদপুর ইউনিয়নে -মো. ছিদ্দিকুর রহমান ,৬নং নিলখী- মো. জালাল উদ্দিন , ৭ নং ভাষানিয়া ইউনিয়নে- মো. নূরুল ইসলাম বিএসসি, ৮নং ঘারমোড়া ইউনিয়নে- মো. আবদুল করিম ৯নং জয়পুর ইউনিয়নে- মো.তাইজুল ইসলাম।
জানা যায় ৫ম ধাপে আগামী ২৮ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে ।