খেলাধূলা ডেস্ক:
বর্তমানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে আছে বাংলাদেশ-অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। তবে আগামী যুব ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে দলকে খেলার মধ্যে রাখার লক্ষ্যে তাদের জন্য আরেকটি সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কোচ সোহেল ইসলাম বলেছেন, মূলত এই মুহূর্তে অনূর্ধ্ব ১৯ দলের বাইরে থাকা খেলোয়াড়দের নিয়ে চার দিনের ম্যাচের সিরিজের দল গঠন করা হবে। তবে অনূর্ধ্ব-১৯ মূল দল পাঁচ ওয়ানডে সিরিজ খেলবে।
বর্তমানে বাংলাদেশ যুব দল নিয়ে কাজ করা সোহেল ইসলাম মঙ্গলবার বলেন, ‘চার দিনের সিরিজ খেলা দলটি ব্যাকআপ দল আমি সেটা বলছি না। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এ ধরনের দল এই প্রথম গঠন করা হয়েছে। জাতীয় দলের ন্যায় আমাদের কিছু কোর গ্রুপ খেলোয়াড় রয়েছে এবং কিছু খেলোয়াড় রয়েছে কোর গ্রুপের বাইরে। মূলত খেলোয়াড়দের সংখ্যা বাড়াতে আমরা এ পদ্ধতি শুরু করছি যাতে প্রতিযোগিতার ধার বাড়ে।’
অসুস্থতার কারণে নিউজিল্যান্ড সফরে যেতে না পারা পেসার শাহিন আলম শ্রীলংকার বিপক্ষে খেলবেন।
শাহিন বলেন, অতীতে শ্রীলংকার বিপক্ষে পারফরম্যান্স তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এবং তার লক্ষ্য পুনরায় অনূর্ধ্ব-১৯ মূল দলে জায়গা করে নেয়া।
তিনি বলেন, ‘প্রায় ২৩ দিন আমি ক্রিকেটের বাইরে ছিলাম। যেহেতু শ্রীলংকা দল সফরে আসছে, আমার লক্ষ্য হচ্ছে তাদের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে পুনরায় মূল দলে ফেরা। লংকানদের বিপক্ষে আমার কিছু ভাল পারফরমেন্স আছে। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে আমার চার/পাঁচ উইকেট শিকার আছে। সুতরাং ভাল করার বিষয়ে আমি আত্মবিশ্বাসী।’