খেলাধূলা ডেস্কঃ
গ্যাবার বাউন্সি উইকেটে গতির ঝড় তুললেন অস্ট্রেলিয়ার পেসাররা। সেই ঝড়ে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা। বৃহস্পতিবার প্রথম ইনিংসে মাত্র ১৪৪ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। জবাবে ২ উইকেটে ৭২ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে অজিরা। আউট হয়ে ফিরে গেছেন জো বার্নস (১৫) আর উসমান খাজা (১১)। ওপেনার মার্কাস হ্যারিস ৪০ আর নাইটওয়াচম্যান নাথান লায়ন শূন্য রানে অপরাজিত আছেন।
অস্ট্রেলিয়ার পক্ষে মাত্র ৩৯ রানে ৪ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার প্যাট কামিন্স। অভিষিক্ত ঝাই রিচার্ডসনের শিকার ২৬ রানে ৩টি। ২টি উইকেট গেছে মিচেল স্টার্কের পকেটে। অপর উইকেটটি নাথান লায়নের।
দলীয় ২৬ রানে থিরিমান্নেকে ফিরিয়ে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন কামিন্স। এরপর অধিনায়ক দিনেশ চান্ডিমালকে (৫) জো বার্নসের ক্যাচ বানিয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথম উইকেট শিকার করেন রিচার্ডসন। ৫৪ রানে শ্রীলঙ্কা হারায় তৃতীয় উইকেট, নাথান লায়নের বলে আউট হন কারুনারত্নে। এরপর ১২ রানের ব্যবধানে কুশাল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভাকে (৫) সাজঘরে ফেরান রিচার্ডসন।
এক প্রান্ত আগলে রেখে খেলছিলেন ডিকওয়েলা। কিন্তু তাকে সঙ্গ দেয়ার মত কেউ ছিল না। রোশেন সিলভা চেষ্টা করেছিলেন। তারও ধৈর্যচ্যুতি ঘটে। ৫৬ বলে ৯ রান করার পর কামিন্সের বলে টিম পেইনের হাতে ধরা পড়েন রোশেন। কিছুক্ষণ পর স্টার্কের জোড়া আঘাত। সুরাঙ্গা লাকমল (৭) আর দিলরুয়ান পেরেরাকে (১) তুলে নিয়ে শ্রীলঙ্কার স্কোরবোর্ড ১০৬/৮ বানিয়ে ফেলেন তিনি।
নবম উইকেটে দুশমন্থ চামিরার সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে কামিন্সের বলে আউট হন ডিকওয়েলা। তার ফেরার এক বল বাদেই চামিরাকে তুলে নিয়ে লঙ্কানদের ১৪৪ রানে থামিয়ে দেন কামিন্স।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৪৪ (ডিকওয়েলা ৬৪, কারুনারতেœ ২৪, কুশাল মেন্ডিস ১৪; কামিন্স ৪/৩৯, রিচার্ডসন ৩/২৬, স্টার্ক ২/৪১০
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৭২/২ (বার্নস ১৫, খাজা ১১, হ্যারিস ৪০*, লায়ন ০*; লাকমল ১/২৭)