ধর্ম ও জীবন ডেস্কঃ
মুরাদনগর বার্তা টোয়েন্টিফোর ডটকম: হজে যাওয়ার জন্য অনলাইনে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩০ মে পর্যন্ত এই কার্যক্রম চলবে। আজ সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ধর্মমন্ত্রী মতিউর রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন।
মতিউর রহমান বলেন, কোটা পূরণ হলেই নিবন্ধন কার্যক্রম শেষ হবে। এবার হজের প্রাক নিবন্ধন ফি ধরা হয়েছে ৩০ হাজার টাকা। নিবন্ধনের পর যদি কেউ যেতে না চাইলে তাকে ২৮ হাজার টাকা ফেরত দেয়া হবে।