বিনোদন ডেস্কঃ
অনিমেষ আইচ ও আশনা হাবিব ভাবনা। একজন গুনি নির্মাতা। অপরজন নতুন প্রজন্মের অভিনেত্রী। দুজনের মাঝে দারুণ সম্পর্ক। আর সেই সম্পর্কের জেরে ডালপালা ছড়ায় গুঞ্জনের। তারা নাকি গভীর প্রেমে ডুবে আছেন। এমনকি বিয়ের গুঞ্জনও উঠে।
তবে এসব এতদিন লুকিয়ে রেখেছিলেন দুজনে। জানিয়েছিলেন তারা দুজনে ভালো বন্ধু। কিন্তু আসল কথা কত দিন চেপে রাখা যায়। অবশেষে নিজেরাই প্রকাশ করলেন।
ভালোবাসা দিবস উপলক্ষে বৃহস্পতিবার জানিয়ে দিলেন তাদের মধ্যকার সম্পর্কের খবর। শুধু তাই নয় এও জানালেন শিগগিরই তাদের মধ্যে বিয়ে হচ্ছে।
অনিমেষ আইচ ও ভাবনা। ছবি: সংগৃহীত
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ভাবনা নিজেই। তিনি বলেন, ‘বন্ধুত্বের সূত্র ধরেই তাদের মাঝে ভালোবাসার জন্ম। এখন আমরা দুজন দুজনকে ভালোবাসি। শিগগিরই বিয়ে করতে যাচ্ছি।’
অনিমেষ আইচ ও ভাবনা। ছবি: ফেসবুক
জানা যায়, ‘নয়টার সংবাদ’ নামের একটি নাটকের মাধ্যমে অনিমেষ ও ভাবনার পরিচয়। ২০১৩ সালে এই নাটকটির জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার পান অনিমেষ। পুরস্কারের দিন রাতে অভিনন্দন জানানোর জন্য অনিমেষকে ফোন করেন ভাবনা। সেই থেকে গল্প শুরু। তারপর মন দেওয়া-নেওয়া। সবশেষ বিয়ের কথা বলা। এখন শুধু অপেক্ষা বিয়ের।