ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অন্যের স্বামীর দিকে নজর রাখির

বিনোদন ডেস্কঃ

‘বিগ বস’ অনুষ্ঠানে অংশ নেয়ার পর বলিউড আইটেম গার্ল রাখি সাওয়ান্তর স্বামী-রহস্যের জট খুলছে ধীরে ধীরে। কিন্তু আর তর সইছে না তার। তাইতো এবার অন্যের স্বামী চুরি করার শখ প্রকাশ করলেন তিনি।

রাখি এমন প্রশ্নও তুলেছেন, ‘কাউকে ভালো লাগা কি অন্যায়? আমার স্বামীর তো দেখা নেই। অন্যের স্বামীদের দেখে আমার কেমন যেন লাগে! রুবিনার (বিগ বসের আরেক প্রতিযোগী) স্বামী খুবই হট।’

শুধু তাই নয়, টেলিভিশন অভিনেত্রী রুবিনা দিলায়কের স্বামী অভিনেতা অভিনব শুক্লকে প্রেম নিবেদন করার ইচ্ছাও প্রকাশ করেছেন বিগ বসের ঘরে।

এই রিয়্যালিটি শো-এর ১৪ তম সিজনের গাড়ি জোর বেগে ছুটতে শুরু করেছে রাখির পদার্পণের পরেই। নতুন করে গল্পের মোড় ঘুরিয়েছেন তিনি। ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে বিগ বসের ঘরে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী।

এরই সঙ্গে সঙ্গে ফোকাসে আসেন তার স্বামী রীতেশ। বিয়ের দুই বছর পরেও কখনও মুখ দেখাননি রাখির স্বামী। সবার মনে একটাই প্রশ্ন, ‘কোথায় রাখির স্বামী? ‘কে তিনি?’

রাখি বিগ বসের ঘরে প্রবেশ করার কিছু দিনের মধ্যেই রহস্যের জট খুলতে সংবাদসংস্থার মাধ্যমে সামনে আসেন রীতেশ। নিজেই নিজের পরিচয় দেন। জানান, তিনি একজন ব্যবসায়ী। তার অনুরোধেই রাখি এত দিন রীতেশকে সবার নজরের বাইরে রেখেছিলেন।

রাখির কথায় জানা যায়, বিগ বসের ঘরে প্রতিযোগী হিসেবে আসার জন্য স্বামী রীতেশকে অনুরোধ করেছেন তিনি। রীতেশও এক সাক্ষাৎকারে এমনই একটি সম্ভাবনার আঁচ দিয়েছিলেন।

কিন্তু তার পরেও স্বামীর দেখা না পেতে পেতে হতাশ রাখি। তাই এবার নজর দিলেন রুবিনা দিলায়কের স্বামী অভিনেতা অভিনব শুক্লর দিকে। ২০১৮ সালে বিয়ে করেছিলেন রুবিনা ও অভিনব।

নভেম্বর মাসে এই দম্পতির কথা থেকেই জানা যায়, বিগ বসের ঘরে না এলে ডিভোর্স হয়ে যেত তাদের। এই নিয়ে আগে থেকেই জলঘোলা বিগ বসের ঘরে। রাখির স্বীকারোক্তিতে আবার নতুন করে গোলমালের আভাস পেলেন বিগ বসের দর্শকরা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অন্যের স্বামীর দিকে নজর রাখির

আপডেট সময় ১২:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১

বিনোদন ডেস্কঃ

‘বিগ বস’ অনুষ্ঠানে অংশ নেয়ার পর বলিউড আইটেম গার্ল রাখি সাওয়ান্তর স্বামী-রহস্যের জট খুলছে ধীরে ধীরে। কিন্তু আর তর সইছে না তার। তাইতো এবার অন্যের স্বামী চুরি করার শখ প্রকাশ করলেন তিনি।

রাখি এমন প্রশ্নও তুলেছেন, ‘কাউকে ভালো লাগা কি অন্যায়? আমার স্বামীর তো দেখা নেই। অন্যের স্বামীদের দেখে আমার কেমন যেন লাগে! রুবিনার (বিগ বসের আরেক প্রতিযোগী) স্বামী খুবই হট।’

শুধু তাই নয়, টেলিভিশন অভিনেত্রী রুবিনা দিলায়কের স্বামী অভিনেতা অভিনব শুক্লকে প্রেম নিবেদন করার ইচ্ছাও প্রকাশ করেছেন বিগ বসের ঘরে।

এই রিয়্যালিটি শো-এর ১৪ তম সিজনের গাড়ি জোর বেগে ছুটতে শুরু করেছে রাখির পদার্পণের পরেই। নতুন করে গল্পের মোড় ঘুরিয়েছেন তিনি। ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে বিগ বসের ঘরে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী।

এরই সঙ্গে সঙ্গে ফোকাসে আসেন তার স্বামী রীতেশ। বিয়ের দুই বছর পরেও কখনও মুখ দেখাননি রাখির স্বামী। সবার মনে একটাই প্রশ্ন, ‘কোথায় রাখির স্বামী? ‘কে তিনি?’

রাখি বিগ বসের ঘরে প্রবেশ করার কিছু দিনের মধ্যেই রহস্যের জট খুলতে সংবাদসংস্থার মাধ্যমে সামনে আসেন রীতেশ। নিজেই নিজের পরিচয় দেন। জানান, তিনি একজন ব্যবসায়ী। তার অনুরোধেই রাখি এত দিন রীতেশকে সবার নজরের বাইরে রেখেছিলেন।

রাখির কথায় জানা যায়, বিগ বসের ঘরে প্রতিযোগী হিসেবে আসার জন্য স্বামী রীতেশকে অনুরোধ করেছেন তিনি। রীতেশও এক সাক্ষাৎকারে এমনই একটি সম্ভাবনার আঁচ দিয়েছিলেন।

কিন্তু তার পরেও স্বামীর দেখা না পেতে পেতে হতাশ রাখি। তাই এবার নজর দিলেন রুবিনা দিলায়কের স্বামী অভিনেতা অভিনব শুক্লর দিকে। ২০১৮ সালে বিয়ে করেছিলেন রুবিনা ও অভিনব।

নভেম্বর মাসে এই দম্পতির কথা থেকেই জানা যায়, বিগ বসের ঘরে না এলে ডিভোর্স হয়ে যেত তাদের। এই নিয়ে আগে থেকেই জলঘোলা বিগ বসের ঘরে। রাখির স্বীকারোক্তিতে আবার নতুন করে গোলমালের আভাস পেলেন বিগ বসের দর্শকরা।